এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আতঙ্কের মাঝেই এবার কর্মীদের বেতন কাটা শুরু করল তৃণমূল পরিচালিত পুরসভা! শোরগোল রাজ্যে

করোনা আতঙ্কের মাঝেই এবার কর্মীদের বেতন কাটা শুরু করল তৃণমূল পরিচালিত পুরসভা! শোরগোল রাজ্যে

করোনা পরিস্থিতি মোকাবিলায় অনেকদিন ধরেই লকডাউন থাকায় বিভিন্ন কর্মীদের ছুটি দেওয়া হয়েছিল। অনেকেই বাড়িতে বসে কাজ করছিলেন। তবে সরকারি অফিসগুলোতে গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের তেমনভাবে কোনো ছুটি দেওয়া হয়নি। যার মধ্যে রয়েছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাফাই কর্মীরা। সেদিক থেকে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় অনেক কর্মী বিভিন্ন ক্ষেত্রে ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে সেই আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হয়েছিল বেসরকারি ক্ষেত্রে। কিন্তু এবার সরকারি ক্ষেত্রেও যে সেই আশঙ্কা লাগু হয়ে যাবে, তা সত্যিই আঁচ করা সম্ভব হয়নি কারও পক্ষে। সূত্রের খবর, এবার কলকাতা পৌরসভায় লকডাউনের ফলে বিনা নোটিশে কাজে যোগ না দেওয়া অফিসার এবং কর্মীদের বেতন কাটার প্রক্রিয়া শুরু করে দেওয়া হল। যার ফলেই তৈরি হয়েছে চাঞ্চল্য।

জানা গেছে, গত 30 এপ্রিল কলকাতা পৌরসভার পক্ষ থেকে শহরতলী বা জেলায় আটকে থাকা পৌর কর্মীদের অনুপস্থিতির ব্যাপারে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বেশ কয়েকজন ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং জরুরী পরিষেবা অফিসার কর্মীরা এখনও পর্যন্ত কাজে যোগ দেননি বলে অভিযোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, পুর কমিশনারের পক্ষ থেকে ডিউটি রোস্টার করে বিজ্ঞপ্তি জারি পরেও সেই সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত অফিসার এবং কর্মীরা কাজে অংশ নেননি। আর এবার সেই সমস্ত কর্মীদের শিক্ষা দিতেই কড়া পদক্ষেপের পথে হাঁটল কলকাতা পৌরসভা।

এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার কর্মী বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “প্রায় 40 দিন ধরে মানবিক দৃষ্টিভঙ্গিতে অনুপস্থিত কর্মীদের ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এবার কাজে যোগ দিতেই হবে। যদি তারা দূরবর্তী জেলায় থাকেন, তবে পৌরসভার সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে শহরে নিয়ে আসার ব্যবস্থা করা হবে।”

আর কলকাতা পৌরসভা এই কড়া পদক্ষেপ গ্রহণের পরেই এখন সেই সমস্ত কর্মীদের মনে সংশয় তৈরি হয়েছে। একাংশের মতে, লকডাউন সেরে ওঠার পর বেসরকারি ক্ষেত্রে কর্মীদের টিকে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এবার গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত কলকাতা পৌরসভার কর্মীদের যেভাবে ছাঁটাই করার কথা জানিয়ে দেওয়া হল, তাতে সরকারি ক্ষেত্রও যে এই করোনা থেকে সুরক্ষিত নয়, তা কার্যত পরিষ্কার হয়ে গেল। এখন গোটা ব্যাপারটি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!