এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আটকাতে ফের লকডাউন? রাজ্য এবং কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের!

করোনা আটকাতে ফের লকডাউন? রাজ্য এবং কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি যদি এখন থেকেই আয়ত্তের মধ্যে নিয়ে আসা না যায়, তাহলে তা আরও ভয়াবহ হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই জল্পনা তৈরি হচ্ছে, করোনা ভাইরাসকে আটকাতে আবার এক বছর আগের লকডাউনের পরিস্থিতি ফিরে আসতে পারে গোটা দেশে।

আর এই পরিস্থিতিতে এবার রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে বড়সড় পরামর্শ দিল শীর্ষ আদালত। জানা গেছে, গতকাল শুনানিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ভয়ঙ্কর ভাবে মাথাচাড়া দিয়েছে। তাই তৃতীয় ঢেউ আসার আগেই লকডাউন জারি করা উচিত। আর শীর্ষ আদালতের এই পরামর্শ কেন্দ্র করেই এবার দেশে আবার লকডাউন হতে চলেছে বলে মনে করছেন একাংশ।

তবে লকডাউন জারি করার পরামর্শ দেওয়ার পাশাপাশি লকডাউনের জন্য যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়, সেই কথাটিও চিন্তাভাবনা করার কথা বলেছে শীর্ষ আদালত। এক্ষেত্রে এক বছর আগে লকডাউনের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। রুজিরুটি হারিয়েছিলেন প্রচুর মানুষ। তাই ভাইরাস আটকাতে গিয়ে যাতে মানুষের আর্থিক সংস্থানের অভাব না হয়, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এছাড়াও ভিড় এবং সুপার স্প্রেডার অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3 লক্ষ 68 হাজার 147 জন মানুষ। বেশ কিছু মানুষ সুস্থ হলেও মৃত্যুর সংখ্যা সেই একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। তাই এই পরিস্থিতিতে সংক্রমণ যাতে আরও বেশি করে না ছড়ায়, সেদিকে খেয়াল রাখার জন্যই শীর্ষ আদালতের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে লকডাউনের আবহ তৈরি হওয়ার জল্পনা তৈরি হয়েছে নানা মহলে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই পরামর্শের পরিপ্রেক্ষিতে দেশের করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আটকাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউন নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!