এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা আটকাতে ফের লকডাউন, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

করোনা আটকাতে ফের লকডাউন, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়ার সাথে সাথেই তা প্রবেশ করেছে বাংলায়। নির্বাচন চলার কারণে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে। কিন্তু নির্বাচন যখন চলছে, তখন এই করোনা ভাইরাস বৃদ্ধি পেলেও, সেভাবে লকডাউনের মত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই এই ব্যাপারে করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল।

অবশেষে সেই জল্পনাতেই সীলমোহর পড়ল। শুক্রবার রাজ্যে আংশিক লকডাউনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। স্বাভাবিক ভাবেই করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছে, তখন ঊই আংশিক লকডাউনের বিজ্ঞপ্তি রাজ্যবাসীকে আবার এক বছর আগেকার স্মৃতি মনে করিয়ে দিতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শুক্রবার বিকেলে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শপিং মল থেকে শুরু করে রেস্তোরাঁ, সুইমিং পুল জিম, সিনেমা হল এবং সমস্ত রকম জমায়েত। তবে অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও বাজারের ক্ষেত্রে বেশ কিছুটা কড়া মনোভাব দেখিয়েছে রাজ্য সরকার। যেখানে সকাল 7 টা থেকে 10 টা এবং বিকেল 3 টা থেকে 5 টা বাজার খোলা রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই অন্যান্য রাজ্যের মত এবার পশ্চিমবঙ্গ সরকারও আংশিক লকডাউনের পথে হেটে করোনা ভাইরাসকে প্রথম থেকেই দমন করার রাস্তা বেছে নিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, এই সময়ে এটা অত্যন্ত প্রয়োজন ছিল। ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন যদি এইরকম কড়া সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। তাই প্রথম থেকেই নির্বাচন পরবর্তী বাংলায় করোনা ভাইরাসের প্রকোপ কমাতে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও বা অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল বলে দাবি করছেন একাংশ।তবে নির্বাচনের কারণে তা সম্ভব হয়নি। কিন্তু নির্বাচন প্রক্রিয়া মিটতে না মিটতেই আংশিক লকডাউনের আবহের মধ্যে পড়ে গেল গোটা পশ্চিমবঙ্গ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!