এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা আটকাতে রাজ্যে ফের লকডাউন? বড় সিদ্ধান্ত মমতার!

করোনা আটকাতে রাজ্যে ফের লকডাউন? বড় সিদ্ধান্ত মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হু হু করে গোটা দেশে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। ভাইরাসের দ্বিতীয় ঢেউ এক বছর আগেকার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে সকলকে। প্রায় এক বছর ধরে এই করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে হয়েছে গোটা দেশবাসীকে। বাড়ি থেকে বেরোনোর কার্যত বন্ধ হয়ে গিয়েছিল সাধারণ মানুষের। রুজিরুটি কিভাবে পরিচালিত হবে তা নিয়ে সংশয় পড়ে গিয়েছিলেন জনতা জনার্দন। দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছিল লকডাউন। আর ভোটের মধ্যে বাংলায় ফের করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে।

দেশের অন্যান্য রাজ্যে যখন এই ভাইরাস বাড়ছে, তখন নির্বাচন চলার সময় যেহেতু কোনো রকম বিধি বাংলায় মানা হচ্ছে না। তাই সেই ভাইরাস বাংলাতেও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিস্থিতিতে চিকিৎসকরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও মারন ভাইরাস তার গতি কিছুতেই থামাতে চাইছে না। এমতাবস্থায় আবার পশ্চিমবঙ্গে লকডাউন হতে পারে বলে নানা মহলের পক্ষ থেকে গুঞ্জন তৈরি হয়েছিল। আর এই পরিস্থিতিতে এবার লকডাউন নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে, তা সম্পূর্ণরূপে উড়িয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনই লকডাউন জারি করার কোনো পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না। নাইট কার্ফু করে কোনো কিছু হবে না। নাইট কার্ফু কোনো সমাধান নয়।”

অর্থাৎ লকডাউন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ, তাই এই অবস্থায় কোনোভাবেই যে লকডাউন হবে না, তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হওয়ার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, এক বছর আগেকার স্মৃতি ফিরে আসুক, এমনটা চাইছেন না কেউই। এই লকডাউনের কারণে বহু মানুষ তাদের রুজিরুটি হারিয়ে ফেলেছেন। কিভাবে সংসার চলবে, তার দিশা নেই অনেকের কাছেই। এক বছর আগেকার করুন লকডাউনের কারণে অনেকেরই ব্যবসা লাটে উঠেছে।

তাই এই পরিস্থিতিতে ফেরr লকডাউন হলে অর্থনৈতিক পরিস্থিতি যে শিকেয় উঠতে শুরু করবে, তা বলাই যায়। তাই অনেকেই লকডাউনের আতঙ্কিত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। অবশেষে এই ব্যাপারে রাজ্যের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন জারি করার কোনো সম্ভাবনা যে রাজ্য সরকারের এখন নেই, তা স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!