এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার মাঝেই কি কলকাতাকে বাঁচাতে নতুন ভূমিকায় মমতার বিশ্বস্ত ফিরহাদ? ক্রমশ বাড়ছে জল্পনা

করোনার মাঝেই কি কলকাতাকে বাঁচাতে নতুন ভূমিকায় মমতার বিশ্বস্ত ফিরহাদ? ক্রমশ বাড়ছে জল্পনা


করোনা ভাইরাস সমস্ত কিছুকে স্তব্ধ করে দিয়েছে। একদিকে আক্রান্ত এবং মৃত্যু মিছিল এবং অন্যদিকে রাজ্যের পৌরসভাগুলোর নির্বাচন স্তব্ধ হয়ে যাওয়া। দুদিক থেকে কার্যত তীব্র অসুবিধায় পড়েছে রাজ্য প্রশাসন। বস্তুত, আগামী 7 মে কলকাতা পৌরসভার বর্তমান কাউন্সিলরদের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। যার ফলে ভেঙে যাচ্ছে পৌরসভার বোর্ড। তাই ইতিহাসে যা হয়নি, এবার সেই ঘটনাই ঘটতে চলেছে কলকাতা পৌরসভায়।

কেননা বর্তমানে মেয়াদ ফুরিয়ে গেলেও নির্বাচন হবে না। যার প্রধান কারণ, করোনা ভাইরাসের দাপট। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে করোনা ভাইরাসের উৎপত্তির আগে নির্বাচন করানোর ব্যাপারে প্রস্তুতি নেওয়া হলেও, হঠাৎ করেই চলে আসে এই ভাইরাস। ফলে সেই নির্বাচন এখন কার্যত বিশবাঁও জলে চলে গেছে।

তবে বর্তমানে সঙ্কটজনক পরিস্থিতিতে পৌরসভার কাজকর্ম স্বাভাবিক রাখতে করে বোর্ডের মেয়াদ যদি শেষ হয়েও যায়, তাহলেও প্রশাসক বসাতে হবে। অতীতে কলকাতা পৌরসভায় কোনরূপ প্রশাসক বসানো নজির না থাকলেও, এবার করোনা ভাইরাস থাকার কারণে এই পৌরসভায় প্রথম প্রশাসক বসতে চলেছে বলে দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “ভোট হচ্ছে না সেই কারণে প্রশাসক বসানোর সিদ্ধান্ত। কারণ কাজকর্ম তো আটকে রাখা যাবে না। এখন কলকাতা পৌরসভার আইন অনুযায়ী প্রশাসক বসানো যায় না। তাই এডভোকেট জেনারেলের কাছে মতামত চেয়ে পাঠানো হয়েছিল। রিমুভ্যাল অফ ডিফকাল্টিস অ্যাক্টে প্রশাসক বসানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কিন্তু কে হবেন কলকাতা পৌরসভার প্রশাসক?

এদিন এই প্রসঙ্গে ফিরাদ হাকিম বলেন, “প্রশাসক কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দু-একদিনের মধ্যে নির্দেশিকা প্রকাশ করা হবে।” তবে শুধু কলকাতা পৌরসভা নয় যে সমস্ত পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল সেখানেও প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেবে রাজ্য বলে জানিয়েছেন ফিরহাথ হাকিম।

বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য পৌরসভার ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর প্রশাসক বসানোর যথেষ্ট নজির রয়েছে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম কলকাতা পৌরসভা। ফলে সেই পৌরসভায় যদি এবার প্রশাসক বসে, তাহলে তা দৃষ্টান্তমূলক ঘটনা হিসেবেই পরিগণিত হবে বলে মত ওয়াকিবহাল মহলের। এখন কলকাতা পৌরসভার কে প্রশাসক হন, সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পর বিরোধীদের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!