এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আক্রান্ত খোদ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা! দিলেন বড়সড় বার্তা, জানুন বিস্তারিত

করোনা আক্রান্ত খোদ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা! দিলেন বড়সড় বার্তা, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে ঘরে বসে সতর্কতা অবলম্বন করছেন সবাই। কিন্তু আপনাকে শান্তিতে রাখতে গিয়ে যারা করোনা পরিস্থিতিতেও কাজ চালিয়ে যাচ্ছে, তাদের জন্য সেটা কতটা ঝুঁকিপূর্ণ সেটা বোঝাই যায়। তবে জীবনের ঝুঁকি নিয়ে যারা এভাবে কাজ করে চলেছেন, তাদের সংক্রমণ হওয়ার তাই সম্ভাবনা থেকেই যায়। সম্প্রতি করোনা আক্রান্ত হতে দেখা গিয়েছিল কলকাতার পুলিশ কমিশনার অনুজ শারমাকে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের মানুষ এই আইপিএস অফিসার যে কতটা দক্ষ এবং কর্তব্যপরায়ণ, তা বলাই বাহুল্য। তাই নিজের দায়িত্ব পালনে সঙ্গে সঙ্গে দীর্ঘ সময় ধরে করোনার সঙ্গে লড়াই করে তিনি নিজে সামনের সারির যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। করণা আক্রান্ত হয়ে অসুস্থ থাকার সময়ও বাড়িতে থেকে পালন করছেন যাবতীয় কর্তব্য। তার মধ্যেই সহকর্মীদের উৎসাহিত করার সকথা মোটেই ভুললেন না তিনি। তাই তো সহকর্মীদের জন্য লিখে ফেললেন চিঠি। সেই সঙ্গে বার্তা দিলেন শহরবাসীকেও। কি ছিল সেই চিঠির বিষয় বস্তু?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, অযথা আতঙ্কিত না হয়ে অসুস্থ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং মনে জোর রাখা প্রয়োজন। মনের জোরেই সব কাজ করা সম্ভব হয়। সেই সঙ্গে, সহকর্মীদের কাছে তিনি ডিউটি করার সময় সবসময়ে সাবধানতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছেন। এছাড়া মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ফেস শিল্ড-সহ যা যা উপকরণ দেওয়া হয়েছে, তা ব্যবহার করতেও বলেছেন তিনি। এর সঙ্গে ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং অন্যের থেকে যথাসম্ভব শারীরিক দূরত্ব বজায় রাখতেও বলেছেন তিনি। করোনা মোকাবিলায় লালবাজারের বিশেষ ‘ওয়েলফেয়ার সেল’ এবং ‘নিরাময়’ অ্যাপের কথাও উল্লেখ করেছেন তাঁর কথায়।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গের কমিশনার অনুজ শর্মা। করোনা টেস্ট করে রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। সেই সঙ্গে মৃদু উপসর্গ ছিল তাঁর। তাই দপ্তরের কাজ বাড়ি থেকেই সামলাছিলেন কলকাতার এই পুলিশকর্তা। তার মধ্যেই সহকর্মীদের উদ্দেশে চিঠি লিখে করোনা যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিতেই চিঠি লিখে ফেলেন তিনি। নিজের শারীরিক অবস্থার কথা জানানোর সঙ্গে সঙ্গে করোনাযুদ্ধে সামনের সারিতে থেকে অক্লান্তভাবে কাজ করে যাওয়া নিজের সহকর্মীদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে করোনার কাছে হেরে যাওয়া মৃত পুলিশ কর্মীদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করতে দেখা গেছে তাঁকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!