এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার জেরে গোটা দেশে বেড়েছে বেকারত্বের হার, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, জানালেন অমিত মিত্র

করোনার জেরে গোটা দেশে বেড়েছে বেকারত্বের হার, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, জানালেন অমিত মিত্র


করোনা ভাইরাস এবং তার পরিপ্রেক্ষিতে লকডাউনের কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং কর্মী ছাঁটাই হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সেই আশঙ্কা সত্যি হতে শুরু করেছে। তবে গোটা দেশে এই লকডাউনের কারণে বেকারত্বের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও, বাংলা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

জানা গেছে, এদিন টুইটে কার্যত তথ্য দিয়ে সেকথা তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী। কি জানিয়েছেন তিনি? সূত্রের খবর, এদিন অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেন, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেকারত্বের হার অনেকটাই কম। যেখানে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির পরিসংখ্যানের কথা তুলে ধরেন তিনি। আর এই পরিসংখ্যানেই দেখা গেছে যে, দেশের এমন অনেক রাজ্য রয়েছে, যা বেকারত্বের দিক থেকে একদম শীর্ষে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে পশ্চিমবঙ্গ অনেকটাই পেছনের সারিতে রয়েছে বলে জানাচ্ছে এই তথ্য। তথ্যে চোখ বোলালে দেখা যাবে, মে মাসে বেকারত্বের হারে একদম শীর্ষে রয়েছে ঝাড়খন্ড। দ্বিতীয় স্থানে পন্ডিচেরি। যেখানে বেকারত্বের হার 98 শতাংশ। তৃতীয়তে বিহার 46.2 শতাংশ, চতুর্থতে দিল্লি 44.9 শতাংশ। অন্যদিকে মে মাসে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছিল 17.4 শতাংশ। তবে বর্তমানে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসায় সেই বেকারত্বের হার কিছুটা হলেও বেড়েছে।

যা শতাংশের হিসেবে 21.95 শতাংশ। আর দেশের অন্যান্য রাজ্য বর্তমানে সংকটজনক পরিস্থিতিতে বেকারত্বের হারের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকলেও, পশ্চিমবঙ্গ সন্তোষজনক জায়গায় রয়েছে বলে রাজ্যের অর্থমন্ত্রীর দাবি অনেকটাই আশাব্যঞ্জক বার্তা বহন করে আনল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য স্বাভাবিক থাকলেও, ভবিষ্যতে তা কি আকার ধারণ করে, তার দিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!