এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি? বড় ভূমিকা মমতার বাংলার? জেনে নিন বিস্তারিত

করোনা আবহেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি? বড় ভূমিকা মমতার বাংলার? জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় এমনিতেই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিভাবে পরিস্থিতিকে সামলানো যাবে, তা নিয়ে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে নানা মহলে। অর্থনৈতিক গতিপ্রকৃতি বৃদ্ধির ক্ষেত্রে যখন অন্ধকার দেখা দিতে শুরু করেছে, সেই সময় কিছুটা আশার আলো দেখা দিল। জানা গেছে, আনলক মুহূর্তে জন এবং জুলাই মাসে বেশ কিছু শিল্প সেক্টরে উৎপাদনের হার এবং বাণিজ্য বৃদ্ধির প্রবণতা দেখা দিচ্ছে। ওষুধ শিল্প থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, পরিকাঠামো উপকরণ এবং খাদ্য দ্রব্যের উৎপাদন এর পেছনে প্রধান সাফল্যের দাবি রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনীতি সংক্রান্ত একটি রিসার্চ রিপোর্টে এই কথা বলা হয়েছে। এই রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছে, 2020-21 আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার অনেকটাই ধাক্কা খেতে চলেছে। তবে অর্থনৈতিক মন্দার হার প্রথমদিকে খারাপ ভাবা হলেও এখন তা অনেকটাই উন্নতির পথে। এছাড়াও জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জিডিপি বৃদ্ধির হার দেখা দিতে শুরু করেছে। তবে অর্থনৈতিক ব্যবস্থা ঘুরে দাঁড়ানোর পেছনে পশ্চিমবঙ্গের বিশেষ অবদান রয়েছে বলে মনে করছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রিপোর্টে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জিডিপি লোকসানের হার অন্যান্য রাজ্যের থেকে অনেক কম। বস্তুত, দেশে জিডিপি লোকসান হয়েছে মাথাপিছু 27000 কোটি টাকা। সেইখানে বাংলায় এক্ষেত্রে আর্থিক ক্ষতি হয়েছে মাথাপিছু মোটে 24 হাজার কোটি টাকা। অর্থাৎ অন্যান্য রাজ্যের থেকে বাংলা লোকসানের দিক থেকে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, পশ্চিমবঙ্গে জিডিপি লোকসান হয়েছে মোটে 13 শতাংশ। যেখানে গুজরাট, মহারাষ্ট্রে 17 শতাংশের কাছাকাছি জিডিপি লোকসান হতে দেখা গেছে। ফলে পশ্চিমবঙ্গ এদিক থেকে অনেকটাই ভালো জায়গায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের মুহূর্তে মানুষের রুজি-রুটি অনেকটাই ধাক্কা খেয়েছে। তাই এই পরিস্থিতিতে কীভাবে সুদিন ফিরবে, তা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন।

ভবিষ্যৎ কিভাবে তাদের কাছে আসতে চলেছে, তা নিয়ে সমস্যার প্রহর গুনছেন সকলে। আর এই পরিস্থিতিতে অর্থনীতির ক্ষেত্রে নতুন সকাল দেখা দেওয়ায় আশার আলো তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। যেখানে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে এখন করোনার করালগ্রাসকে কাটিয়ে উঠে লকডাউনের মুহূর্তে অর্থনৈতিক মেরুদণ্ড কতটা শক্তিশালী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!