এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বড়সড় ঘোষণা রাজ্য সরকারের! এবার ভাতা বাড়তে চলেছে এদের – জানুন বিস্তারিত

করোনা আবহে বড়সড় ঘোষণা রাজ্য সরকারের! এবার ভাতা বাড়তে চলেছে এদের – জানুন বিস্তারিত


করোনা পরিস্থিতিতে যখন সকলে বাড়িতে বসে রয়েছেন, ঠিক তখনই জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে হাসপাতালে কাজ করেছেন স্বাস্থ্যকর্মীরা। রোগীদের সুস্থ করা থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা ডিউটি করতে দেখা গেছে তাদের। আর এবার সেই স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে পুরস্কৃত করল রাজ্য সরকার। সূত্রের খবর, এবার রাজ্যের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হল।

জানা গেছে, এতদিন ইন্টার্নদের ভাতা ছিল 23 হাজার 625 টাকা, এখন তা বেড়ে হল 28 হাজার 50 টাকা। অন্যদিকে এতদিন হাউস স্টাফেরা 38 হাজার 391 টাকা পেলেও, এদিন তা বেড়ে দাঁড়িয়েছে 43 হাজার 758 টাকা। এদিকে প্রথম বর্ষের স্নাতকোত্তর পড়ুয়াদের ভাতাও অনেকটা বৃদ্ধি পেয়েছে।

এতদিন তারা 38 হাজার 391 টাকা পেতেন। আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে 43 হাজার 758 টাকা। দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ভাতা বেড়েছে 5780 টাকার মত। একইভাবে তৃতীয় বর্ষের স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের ভাতা 44 হাজার 297 টাকা থেকে বেড়ে হয়েছে 50 হাজার 490 টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পোস্ট ডক্টরেট ট্রেনিদেরও ভাতা অনেকটা বৃদ্ধি হয়েছে। জানা গেছে, প্রথম বর্ষের ভাতা এতদিন 47 হাজার 250 টাকা থাকলেও, এবার তারা পাবেন 53 হাজার 856 টাকা। অন্যদিকে দ্বিতীয় বর্ষের ভাতা বেড়ে হয়েছে 57 হাজার 222 টাকা এবং তৃতীয় বর্ষের ভাতা বের হয়েছে 60 হাজার 588 টাকা। আর রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ায় তারা অনেকটাই উজ্জীবিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেননা এতদিন তারা যেভাবে করোনা পরিস্থিতিকে সামাল দিতে বিন্দুমাত্র ছুটি না নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিউটি করে গিয়েছেন, তাতে তাদের সেই পরিশ্রমকে সম্মান জানাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও, তাদেরকে এই পুরস্কার দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

এদিন এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “জুনিয়র ডাক্তাররা যে লড়াই করেছেন, তাকে সম্মান জানাতে আর্থিক সংকটের মধ্যেও রাজ্য তাদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্তত 10 হাজার জুনিয়র ডাক্তার এর ফলে উপকৃত হবেন। মহার্ঘ ভাতা বা অন্যান্য আর্থিক উপাদান বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকার করলে, তার সঙ্গে সমান্তরালভাবে এই ভাতার পরিমাণ বাড়বে।”

কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও তো প্রাণপাত করে লড়াই করেছেন! তাদের কি হবে? এদিন এই প্রসঙ্গে চন্দ্রিমা দেবী বলেন, “যথাসময়ে এই ব্যাপারেও রাজ্য সরকার উপযুক্ত সিদ্ধান্ত নেবে।” সব মিলিয়ে এবার চিকিৎসকদের ক্ষেত্রে ভাতা বাড়ানোর যে সিদ্ধান্ত রাজ্যের পক্ষ থেকে নেওয়া হল, তাকে সাধুবাদ জানাচ্ছেন চিকিৎসক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!