এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা বিধি না মানার জের, 13 জন প্রার্থী ও নেতার বিরুদ্ধে এফআইআর কমিশনের!

করোনা বিধি না মানার জের, 13 জন প্রার্থী ও নেতার বিরুদ্ধে এফআইআর কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাইকোর্টের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়ার পর অবশেষে ঘুম ভাঙলো নির্বাচন কমিশনের। এবার করোনা বিধি না মানার অভিযোগে 13 জন প্রার্থী এবং নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। করোনা পরিস্থিতিতে বাংলার নির্বাচন যখন চলছে, তখন বিন্দুমাত্র বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠতে শুরু করেছিল।

এক্ষেত্রে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। স্বাভাবিক ভাবেই হাইকোর্টের পক্ষ থেকে কড়া ভাষায় তুলোধোনা করার পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্ত রকম রোড শো এবং মিছিল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় তারা। এমনকি করোনা বিধি না মানলে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে, সেই ব্যাপারেও বার্তা দিতে দেখা যায় নির্বাচন কমিশনকে। আর এবার শুধু বার্তা দেওয়া নয়, তা কাজেও করে দেখাল তারা।

সূত্রের খবর, করোনা বিধি না মানার কারণে এবার 13 জন প্রার্থী এবং নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি শোকজ করা হয়েছে মোট 33 জনকে। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার করোনা বিধি না মানার কারণে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেছে কলকাতা হাইকোর্ট।

যেখানে হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করে জানিয়ে দিয়েছেন, একটা নির্দেশিকা দিয়ে জনগণের উপর এসব ছেড়ে দিয়েছে কমিশন। আমরা পদক্ষেপ চাইছি। আর এরপরই কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়। রোড‌ শো এবং মিছিল বন্ধ করে দেওয়া হয়। আর এবার সরাসরি এফআইআর দায়ের করে ভবিষ্যতে যাতে কোনোভাবেই করোনা বিধি ভোটের সময় না ভাঙ্গে, তার বার্তা দিয়ে দিল নির্বাচন কমিশন।

অনেকে বলতে শুরু করেছেন, করোনা পরিস্থিতিতে কমিশনের এই কড়া পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের সময় প্রচার, মিটিং-মিছিল চলার কারণে ভয়াবহভাবে বাংলায় বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। তাই অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে কমিশনকে কড়া বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর সেই মতো করেই করোনা বিধি না মানলে প্রার্থীদের যাতে শোকজ করা হয় এবং এফআইআর দায়ের করা হয়, তার ব্যাপারেও কমিশনকে হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল।

আর এবার হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দিয়ে বেশকিছু প্রার্থী এবং নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করার বার্তা দিয়ে দিল। যার ফলে পরবর্তী দফাগুলোতে যে সমস্ত কেন্দ্রে নির্বাচন রয়েছে, সেখানে প্রচার এবং অন্যান্য কর্মসূচির মাঝে যাতে কেউ করোনা বিধি না ভাঙ্গে, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করল নির্বাচন কমিশন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!