এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > করোনা বিধি ভঙ্গের অভিযোগ, শুভেন্দুকে নোটিশ কমিশনের!

করোনা বিধি ভঙ্গের অভিযোগ, শুভেন্দুকে নোটিশ কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ আকার ধারণ করছে করোনা ভাইরাস‌। আর এই পরিস্থিতিতে বাংলায় যখন নির্বাচন চলছে, তখন রোড শো এবং মিছিল বন্ধ করে দেওয়ার মত সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে 500 জন নিয়ে সভা করার ব্যাপারে অনুমতি রয়েছে কমিশনের। কিন্তু সেই সভা করলেও, সেখানে যাতে করোনা বিধি পালন করা হয়, তার জন্য কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এবার শুভেন্দু অধিকারীর সভায় করোনা বিধি না মানার অভিযোগ উঠতে শুরু করল।

যে অভিযোগের পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে শোকজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন‌। স্বাভাবিক ভাবেই সপ্তম দফার নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে হেভিওয়েট এই বিজেপি নেতা যে ব্যাপক অস্বস্তিতে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, শনিবার কান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম রায়ের সমর্থনে হ্যালিফক্স মাঠে একটি জনসভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সেই জনসভায় পাঁচশোর বেশি মানুষ জমায়েত করেছিলেন। সেই সঙ্গে করোনা বিধি পালন করা হয়নি।

স্বভাবতই কমিশনের পক্ষ থেকে যখন কড়া নির্দেশ দেওয়া হয়েছে, তখন তারপরেও শুভেন্দু অধিকারীর সভা কেন করোনা বিধি পালন করা হল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠালো নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই গোটা বিষয় নিয়ে তৃণমূল-বিজেপি তরজা চরম আকার ধারণ করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কান্দি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার বলেন, “নির্বাচন কমিশনের করোনা বিধি ভেঙে শুভেন্দুর সভা এবং মিছিল হয়েছিল বলে আমরা কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছি। করোনা স্বাস্থ্যবিধি মেনে সভা করতে নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু কান্দিতে পাঁচশোর বেশি লোক নিয়ে সভা করা হয়েছে।” অন্যদিকে শুভেন্দু অধিকারীর সভায় করোনা বিধি লংঘন করার অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী গৌতম রায় বলেন, “আমরা করোনার স্বাস্থ্যবিধি মেনে এই সভা পরিচালনা করেছি। তবে কমিশন যদি শোকজ করে থাকে, তবে তার জবাব দেওয়া হবে।” বলা বাহুল্য, রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গত 22 এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, নির্বাচনী প্রচারে 500 জনের বেশি লোকের জমায়েত করা যাবে না।

পাশাপাশি শারীরিক দূরত্ব পালন করার কথাও বলে নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারীর সভায় ব্যাপক জমায়েত হয়েছে এবং করোনা বিধি মানা হয়নি বলে অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যার পরিপ্রেক্ষিতে হেভিওয়েট এই বিজেপি নেতাকে নোটিশ পাঠিয়ে দিল নির্বাচন কমিশন। তবে এই নোটিশের পরিপ্রেক্ষিতে এবার শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কি জবাব দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!