এখন পড়ছেন
হোম > জাতীয় > লড়াই করোনার বিরুদ্ধে, এখনই সরকার পড়ে যাক আমরা চাই না! জল্পনা বাড়ালেন হেভিওয়েট বিজেপি নেতা

লড়াই করোনার বিরুদ্ধে, এখনই সরকার পড়ে যাক আমরা চাই না! জল্পনা বাড়ালেন হেভিওয়েট বিজেপি নেতা


করোনা ভাইরাসের কারণে অনেক কিছুই বর্তমানে স্থগিত হয়ে গিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার ফলে গোটা দেশজুড়ে লকডাউন চলছে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি মহারাষ্ট্রে বিজেপির পক্ষ থেকে সরকার ভেঙ্গে দেওয়ার অভিযোগ ওঠে। তবে নানা মহলে এই ব্যাপারে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও, এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

বর্তমানে করোনা ভাইরাসকে বধ করার জন্য প্রথম কথা বলে এই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিলেন তিনি‌। এদিন দেবেন্দ্র ফড়নবিশ বলেন, “আমরা করোনার বিরুদ্ধে লড়াই করছি‌। আর আমরা চাই যে এই লড়াইয়ে সরকারের ওপর যেন কোনো চাপ সৃষ্টি না হয়।” এদিকে এই কথা বলার পাশাপাশি মহারাষ্ট্রের বর্তমান সরকারের বিরুদ্ধেও‌ সরব হয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “রাজ্য সরকার এখনও কেন্দ্রীয় সরকার দ্বারা দেওয়া আর্থিক সাহায্য ব্যবহার করেনি। আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি সরকারের প্রাথমিকতা কি! বর্তমান সময়ে রাজ্যে কড়া নির্ণয় নেওয়া নেতৃত্ব চাই। আমি উদ্ধব ঠাকরের তরফ থেকে কড়া নির্ণয় নেওয়ার অপেক্ষা করছি।” তবে এতদিন বিরোধীদের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে সরকার ভেঙে দেওয়ার যে অভিযোগ করা হয়েছিল, এদিন তা সম্পূর্ণরূপে নাকচ করে দিয়ে করোনাকে আটকানোই এখন সকলের কাছে মূল লক্ষ্য হওয়া উচিত বলে বর্তমান সরকারকে কিছুটা কটাক্ষ করলেন দেবেন্দ্র ফড়নবিশ।

অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে, বিরোধীদের পক্ষ থেকে যে বক্তব্য প্রদান করা হচ্ছে, তা মোটেই সত্য নয়। বরঞ্চ এখন করোনাকে রোখাই সকলের কাছে প্রধান প্রাধান্য বিষয় হওয়া উচিত। সব মিলিয়ে মহারাষ্ট্রে বিজেপির বিরুদ্ধে সরকার ভেঙ্গে দেওয়ার অভিযোগ করা হলেও, এবার তা সম্পূর্ণরূপে খারিজ করে তাকে আটকানোই প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে জানিয়ে দিয়ে মাস্টারস্ট্রোক দিলেন দেবেন্দ্র ফড়নবিশ বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!