এখন পড়ছেন
হোম > রাজনীতি > করোনার বড় থাবায় আবারো বিপর্যস্ত শিক্ষা ডিসেম্বরেও খুলছে না কলেজ-ইউনিভার্সিটি, জানুন বিস্তারে

করোনার বড় থাবায় আবারো বিপর্যস্ত শিক্ষা ডিসেম্বরেও খুলছে না কলেজ-ইউনিভার্সিটি, জানুন বিস্তারে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। করোনা ভাইরাস আসার কারণে কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, স্কুলে সমস্ত রকম পঠন-পাঠন বন্ধ। তবে করোনা ভাইরাস যখন কিছুটা হলেও হালকা হয়েছে, তখন সেই কলেজ-বিশ্ববিদ্যালয় দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঘিরে সচল করার কথা শোনা গিয়েছিল সরকারের গলায়। সকলেই আশা করেছিলেন, ডিসেম্বর মাস থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলতে শুরু করবে। কিন্তু তা আর হচ্ছে না।

সূত্রের খবর, রবিবার উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে জানা গেছে, ডিসেম্বরেও কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে। আপাতত ক্লাস এবং পরীক্ষা অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রাথমিক পর্বে উপাচার্যের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হলেও, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়ে দিয়েছিলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। আর তারপরেই অনেকে আশা করেছিলেন, হয়ত বা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করবে। তবে করোনা পরিস্থিতির সমস্ত দিক খতিয়ে দেখে আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই উপাচার্যের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রীর নির্দেশে অন্তত সেই আভাসই পাওয়া যাচ্ছে।

জানা গেছে, আপাতত অনলাইনে সমস্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি এবার অনেকেই ভর্তির সময়সীমা পেরিয়ে যাওয়ায় ভর্তি হতে পারেননি। এদিন শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন, 15 দিনের মধ্যে পোর্টাল খুলে এই প্রক্রিয়া যেন শেষ করা হয়। পাশাপাশি সরকারি স্কলারশিপেও আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে নতুন করে ভর্তির সুযোগ আসলে যদি প্রতিষ্ঠান কেউ পরিবর্তন করে, তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে ছাত্র-ছাত্রীদের। তাই সেই রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়তে চলেছে। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে পঠন পাঠন বন্ধ থাকায় ডিসেম্বর মাস থেকে অন্তত তা সচল হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ডিসেম্বর মাসেও হয়ত বা কলেজ বিশ্ববিদ্যালয় খোলা হবে না বলেই জানা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি এখনও সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়নি। তাই রাজ্য সরকার এখনই চাইছে না শিক্ষাব্যবস্থাকে সচল করতে। কারণ এখন শিক্ষা ব্যবস্থা সচল করা হলে, যদি আবার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, তাহলে তা মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়াবে সরকারের পক্ষে। তাই সমস্ত দিক ভাবনা-চিন্তা করে অতীতের সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছে রাজ্য সরকার। যেখানে ডিসেম্বর মাস থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে মনে করা হলেও তা আপাতত বন্ধ থাকছে বলেই দাবি একাংশের। এখন এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!