এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে বড়সড় দুঃসংবাদ! অকালেই প্রয়াত জাতীয় রাজনীতির অন্যতম ‘চাণক্য’! শোকের ছায়া দেশ জুড়ে

করোনা আবহে বড়সড় দুঃসংবাদ! অকালেই প্রয়াত জাতীয় রাজনীতির অন্যতম ‘চাণক্য’! শোকের ছায়া দেশ জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –শনিবার সকাল পর্যন্ত স্বাভাবিক জীবন কাটাতে দেখা গেছে তাকে। বাল গঙ্গাধর তিলকের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুইট করা থেকে শুরু করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো, সমস্ত কিছুই করেছিলেন তিনি। কিন্তু কিছুটা বেলা গড়াতেই খবর আসে যে, তিনি আর নেই। সূত্রের খবর, মাত্র 64 বছর বয়সে প্রয়াত হলেন রাজ্যসভার সাংসদ অমর সিং। স্বাভাবিকভাবেই তার এই চলে যাওয়া এখন রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি করেছে।

জানা যায়, 2011 সালে সিঙ্গাপুরে অমর সিংয়ের কিডনি প্রতিস্থাপন হয়ৃ আর তারপর থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গিয়েছিলেন। মাঝে একবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। যদিওবা “টাইগার আভি জিন্দা হ্যায়” বলে সেই সময় টুইট করেছিলেন অমর সিং। কিন্তু এবার শারীরিক অসুস্থতার কাছে হার মানতে হল তাকে। এদিন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, আখিলেশ যাদব, যোগী আদিত্যনাথ সহ হেভিওয়েট নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশিষ্ট অভিনেতা অমিতাভ বচ্চন অমর সিংহের একটি ছবি দিয়ে লিখেছেন, “শোকাহত মস্তক। নত। শুধু প্রার্থনাই রয়ে গেল। ঘনিষ্ঠ সম্পর্ক‌। আত্মাই আর নেই।” জানা যায়, জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এবং বর্ণময় চরিত্র ছিলেন এই অমর সিং। একসময় সুব্রত মুখোপাধ্যায়ের অধীনে কলকাতা থেকে কংগ্রেসের ছাত্রসংগঠন করেছিলেন তিনি। পরবর্তীতে দিল্লিতে গিয়ে যোগ দেন সমাজবাদী পার্টিতে। আর তারপর থেকেই অমিতাভ বচ্চন এবং তার পরিবারের খুব কাছের লোক হয়ে ওঠেন এই অমর সিং।

স্বাভাবিকভাবেই তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের ঘটনা লক্ষ্য করা গেছে। তবে এই রকম একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব করোনা আবহের মধ্যে সকলকে ছেড়ে পরলোক গমন করবেন, তা অনেকেই কল্পনা করতে পারেননি। তাই এমত পরিস্থিতিতে অমর সিংয়ের এই চলে যাওয়া নিঃসন্দেহে শোকের আবহ তৈরি করেছে জাতীয় রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!