এখন পড়ছেন
হোম > জাতীয় > ভয় কাটছে করোনা নিয়ে? নয়া ওষুধে ম্যাজিকের মতো কাজ? নতুন আবিষ্কার ঘিরে জল্পনা তুঙ্গে

ভয় কাটছে করোনা নিয়ে? নয়া ওষুধে ম্যাজিকের মতো কাজ? নতুন আবিষ্কার ঘিরে জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতি নিয়ে যখন পরিত্রাহি অবস্থা, ঠিক সেসময় একটি সুসংবাদ এল সামনে। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে, পাশাপাশি চিকিৎসকদেরও। কারণ সবথেকে বড় সমস্যা দেখা দিয়েছে ওষুধ নিয়ে। করোনার ওষুধ চড়ামূল্যে কালোবাজারি হতেও দেখা গেছে। কিন্তু হাসপাতালে দেখা গেছে ওষুধের অভাব। এই অবস্থায় একটি ভারতীয় ওষুধের আবিষ্কার হয়েছে। আর এবার তা পুরোপুরি ব্যবহার্য করে দেওয়া হচ্ছে। এই ভারতীয় ওষুধটি তৈরি হয়েছে DRDO র তত্ত্বাবধানে।

নতুন এই ওষুধটির প্রতি স্যাসের মূল্য নির্ধারিত হয়েছে 990 টাকা। যদিও সূত্রের খবর, কেন্দ্র এবং রাজ্যগুলিকে দামের ওপর ছাড় দেওয়া হবে। সূত্রের খবর, চলতি মাসেই এই নতুন ওষুধটি 2-DG নাম নিয়ে বাজারে আসতে চলেছে। এই ওষুধটি চিকিৎসা ক্ষেত্রে জরুরি ব্যবহারের জন্য তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই ওষুধের প্রথম ব্যাচ সামনে আনেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, হায়দ্রাবাদের ডক্টর রেড্ডিজ ল্যাবের সহায়তায় এই ওষুধ তৈরি করেছে DRDO র ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়িড সায়েন্সেস। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ওষুধটি করোনা আক্রান্তের শরীরে ম্যাজিকের মতন কাজ করছে। এমনকি অক্সিজেনের মাত্রা স্বাভাবিক করে তুলছে। তবে এই ওষুধটি জলে গুলে খেতে হবে। আপাতত এই ওষুধ কত টাকায় রাজ্য ও কেন্দ্র কিনতে পারবে, তা এখনো সরকারিভাবে জানা যায়নি। 2020 সালের এপ্রিল মাসে এই ওষুধের ট্রায়াল দেওয়া শুরু হয়েছিল।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ট্রায়াল সম্পন্ন হয়েছে দু’শোর বেশি করোনা রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করে বলে দাবি DRDO র। ট্রায়ালের সব ক্ষেত্রে সাফল্য পাওয়ার পর এই ওষুধটিকে জরুরী ভিত্তিতে প্রয়োগ করার ছাড়পত্র দেওয়া হয়। এর আগে রেমডিসিভির এবং ভিরাফিনকেও একইভাবে করোনার ওষুধ হিসেবে ব্যবহার করা হত। আর এবার নতুন ওষুধ 2-DG কেও ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত এই ঔষধটি কবে বাজারজাত হয় এবং ওষুধের মূল্য কত হয়, তার ওপরই এখন নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!