এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা শুধুমাত্র ট্রেলর, পিকচার আভি বাকি হ্যায়? চীনের উহানের ল্যাবের আধিকারিকের মন্তব্যে তীব্র জল্পনা !

করোনা শুধুমাত্র ট্রেলর, পিকচার আভি বাকি হ্যায়? চীনের উহানের ল্যাবের আধিকারিকের মন্তব্যে তীব্র জল্পনা !


বিশ্বের ত্রাস করোনা ভাইরাস নিয়ে সামনে এল আরো বড়সড় দাবি, জানা যাচ্ছে চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলির উপপরিচালক শি ঝেংলি এবার বড়সড় দাবি করলেন। এদিন তিনি জানান, করোনার ভাইরাসটি একটি ট্রেলার মাত্র, বিশ্ববাসীর এখনো অনেক কিছু দেখার বাকি আছে। করোনার মতো অনেক বিপজ্জনক ভাইরাস বাদুরের মধ্যে আছে।

করোনা ভাইরাস এখোনো পর্যন্ত প্রায় ৫ লক্ষ মানুষকে আক্রান্ত করেছে। প্রায় সাড়ে তিন লাখ মানুষ মারা গেছে এই মরণ ভাইরাস প্রভাবে। গোটা বিশ্ব কাঁপছে এর আতঙ্কে। ইতিমধ্যেই চীনকে আমেরিকা সমেত অনেক দেশ কাঠগড়ায় তুলেছে এই ভাইরাসের ছড়ানোর দায়ে। যদিও চীনের তরফ থেকে দাবি করা হয়েছে যে চীনের উহান ল্যাব থেকে এই ভাইরাস ছড়ায় নি।
যা নিয়ে এখনো চলছে চীন আর বাকি দেশের মধ্যে জোর বিতর্ক।

এই নিয়েই চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলির উপপরিচালক তথা চীনের ‘ব্যাট ওম্যান’ হিসাবে বিখ্যাত শি ঝেংলি দাবি করেছিলেন যে, করোনার মতো অনেক বিপজ্জনক ভাইরাস বাদুরের মধ্যে আছে। তিনি জানান, “করোনার মতো আরও অনেক বিপজ্জনক ভাইরাস বাদুড়ের মতো প্রাণীদের মধ্যে উপস্থিত রয়েছে এবং যদি সময়মতো সনাক্ত না করা হয় তবে আগামী দিনে কোরোনার মতো অনেক মরণ ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়বে।করোনার মতন আরও অনেক ধরণের মহামারির মুখোমুখি হতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিভিন্ন মহল থেকে চীনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে চীনের উহান ল্যাব থেকে এই মারণ ভাইরাস ছড়িয়েছে তা নিয়েও মুখ খোলেন এদিন তিনি। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন করোনা ল্যাব থেকে ছড়ায়নি । তিনি দাবি করেছেন যে, তাঁরা যে ভাইরাসগুলি নিয়ে সে কাজ করেন বা করেছেন তাদের জেনেটিক্স করোনার ভাইরাসের সাথে মেলে না।মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।

প্রসঙ্গত, ২০০৪ সালে ভাইরাস নিয়ে গবেষণা শুরু করেছিলেন তিনি সব ধরণের বাদুড় নিয়ে পড়াশোনা করেছেন।যে কারণে তাঁকে চীনের ‘ব্যাট ওম্যান’ বলা হয়।ঝেংলি এক সাক্ষাৎকারে বলেছেন যে, ” ভাইরাস সম্পর্কে যে গবেষণা করা হচ্ছে তাতে সরকার ও বিজ্ঞানীদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। যে করোনার মোকাবেলায় পুরো বিশ্বকে একত্রে কাজ করা দরকার।”

সাথেই তিনি বলেন, “আমরা যদি পরবর্তী মহামারী থেকে মানবতাকে বাঁচাতে চাই, তবে আমাদের উচিত বন্য প্রাণীদের মধ্যে পাওয়া অজানা ভাইরাসগুলি নিয়ে গবেষণা করা এবং তাদের সম্পর্কে আগাম সতর্কতা দেওয়া উচিত। আমরা যদি সেগুলি সম্পর্কে না জানি, তবে আরও বড় মহামারী ছড়িয়ে যেতে পারে। “এদিকে তাঁর এই মন্তব্য সামনে আসতেই ফের শুরু আতঙ্ক।কোরোনার থেকেও কি আর ভয়ঙ্কর কিছু আসছে তা নিয়ে জোর জল্পনা চারিদিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!