এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা চুলোয় যাক, বিজেপি তৃণমূলের সভা পাল্টা সভায় লোকবল দেখানোই লক্ষ্য

করোনা চুলোয় যাক, বিজেপি তৃণমূলের সভা পাল্টা সভায় লোকবল দেখানোই লক্ষ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই যা অতিক্রম করেছে ৩ লক্ষের গন্ডি। রাজ্য ও দেশে করোনা সংক্রমণ শুরু হবার সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জমায়েতের উপরে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সেইসঙ্গে বলা হয়েছে, সামাজিক দূরত্ব মেনে চলতে, মাস্ক পরিধান করতে ও ভিড় থেকে নিজেকে দূরে থাকতে। কিন্তু প্রশাসনের এই নির্দেশের পরেও তা বারবার অমান্য করছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। প্রশাসনের নির্দেশ অমান্য করেই বারবার জনসমাগম ঘটাচ্ছে ঘটাচ্ছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। লোক জামায়েতের যেন প্রতিযোগিতায় নেমেছে দলগুলি।

দু’সপ্তাহ আগে পূর্ব বর্ধমান জেলার রায়নার বড়বৈনানের মাঠে এক বিশেষ রাজনৈতিক সভার আয়োজন করেছিল বিজেপির যুব মোর্চা। যেখানে ব্যাপক লোকসমাগম হয়েছিল। গতকাল রবিবার বিকেলে সেখানেই পাল্টা সভার আয়োজন করতে দেখা গেল যুব তৃণমূল নেতৃত্বকে। তৃণমূল নেতারা জানালেন, বিজেপি সেদিন লোক ভরতে পাশের জেলা থেকে লোক এনেছিল। কিন্তু তাঁরা রায়না বিধানসভায় এলাকার কর্মী-সমর্থক দিয়ে ভরিয়ে দিয়েছেন এই মাঠ। কিন্তু আশ্চর্যের বিষয় করোনা সংক্রমণ, সামাজিক দূরত্ব নিয়ে কোন চিন্তা ভাবনাই করতে দেখা যায়নি শাসকদল তৃণমূল ও বিরোধী দল বিজেপিকে।

গতকাল বিকেলে এই সভায় ব্যাপক লোকসমাগম হয়েছিল। গতকাল এই সভা মঞ্চ থেকে জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ জানালেন, ” লোকসভা ভোটে যা ব্যবধান ছিল, তার দ্বিগুন করতে হবে। কী ভাবে হবে জানার দরকার নেই। জামালপুরেও জেতার জন্য এখন থেকে ঝাঁপাতে হবে। দক্ষিণ দামোদরের তিনটি আসনেই আমাদের জিততে হবে।’’ প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে জামালপুর বামেদের দখলে চলে গিয়েছিল।

গতকালের এই সভায় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার একাধিক বিষয়ে অভিযোগ আনলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি অভিযোগ করলেন যে, দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ধান উৎপাদন করলেও, এ রাজ্যের চাষীদের কাছ থেকে সহায়ক মূল্যে অল্প ধান কিনে থাকে কেন্দ্র। তুলনায় তেলেঙ্গানা, ওড়িশা ইত্যাদি রাজ্যে ধান কম উৎপাদিত হলেও এই রাজ্যগুলি থেকে অধিক পরিমাণে ধান কিনে থাকে কেন্দ্র। এরপর তিনি কেন্দ্রীয় কৃষি আইনের সমালোচনা করলেন। এর সঙ্গে সঙ্গেই তিনি জানান যে, তৃণমূল সরকার কিভাবে কৃষকদের পাশে আছে ও তাদের নানাভাবে সাহায্য করছে। সব বিষয়ে বিস্তারিত জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে, গতকালের এই সভাতে ব্যাপক লোকসমাগম ঘটেছিল, সামাজিক দূরত্ব অমান্য করা হয়েছিল, এমনকি সভাস্থলে উপস্থিত অধিকাংশের মুখেই কোন মাস্ক ছিল না। করোনা পরিস্থিতিতে এমন লোক সমাগমের আয়োজন করায় তার সমালোচনা করেছেন অনেকেই। তবে এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডু জানালেন, ” এই এলাকায় ডাকাত ঢুকেছে। পেটে বা বুকে ব্যথা হলেও ডাকাত রুখতে গিয়ে মানুষ সব ভুলে যায়। ডাকাতদের বিরুদ্ধে এখানকার মানুষ সংগঠিত হচ্ছে। সে জন্য কিছু বিধি সব সময় মানতে পারছেন না।’’

অন্যদিকে এ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ জানালেন, ” রায়নার মানুষই মাঠ ভরিয়ে দিয়েছেন। যাঁরা এই মাঠে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন, তাঁদের মতো হুগলি, বাঁকুড়া থেকে লোক আনতে হয়নি।’’ অন্যদিকে এই সভার আয়োজক ও সেই সঙ্গে জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার জানালেন, এত কর্মী-সমর্থক গতকালের এই সভায় উপস্থিত হয়েছিলেন যে, সকলে মাঠে পৌঁছাতে পারেনি।

গতকালের এই সভাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভানেত্রী শম্পা ধারা, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, উত্তম সেনগুপ্ত, জেলা তৃণমূল কোঅর্ডিনেটর উজ্জ্বল প্রামাণিক প্রমুখরা। তবে তৃণমূলের গতকালের এই সভা সম্পর্কে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি (বর্ধমান সদর) সন্দীপ নন্দী জানালেন, ” রায়নার মানুষই সে দিন মাঠ ভরিয়ে দিয়েছিলেন। তৃণমূল তো সে দিন গোটা জেলা জুড়ে ‘নাকা’ করেছিল! রায়নায় তৃণমূলের এখন ‘দুঃখের দিন’ চলছে। ভোট দখলের উস্কানি মানুষ সহ্য করবেন না।’’

এভাবে করোনা সংক্রমণ কালে রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সামাজিক দূরত্ব বিধি তথা স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে লোক সমাগমের প্রতিযোগিতা করায় ও স্বাস্থ্যবিধি অপেক্ষা রাজনীতিকে অধিক গুরুত্ব দেওয়ায় সমালোচনা করেছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!