এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ! এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন খোদ অমিত শাহ! বাড়ছে জল্পনা

করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ! এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন খোদ অমিত শাহ! বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে দিল্লির অবস্থা ক্রমাগতই সংকটজনক হয়ে পড়ছে। গত শুক্রবার রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হন ২১৩৭ জন। শুধুমাত্র দিল্লিতেই মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩৭ হাজার। রাজধানীতে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৪১ জনের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার সকাল ১১ টায় একটি বৈঠকের আয়োজন করেন বলে জানা গেছে।

জানা গেছে দিল্লির করোনা পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় পৌঁছাচ্ছে যে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এলাকার সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোকে কেবলমাত্র স্থানীয়দের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রাজধানীর উপ-রাজ্যপাল অনিত বৈজল বিষয়টিতে সহমত পোষণ না করায় কোন বিতর্কে যেতে চাননি কেজরিওয়াল। এদিন তিনি জানিয়েছেন করোনা পরিস্থিতি মোকাবিলা করতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব না বাড়িয়ে একসাথে মিলে কাজ করতে হবে। সম্ভবত সেই কারণেই পরিস্থিতি সামাল দিতে বৈঠকের আয়োজন করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে এদিন বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি উপস্থিত থাকবেন উপ-রাজ্যপাল অনিত বৈজল, রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। এছাড়াও দিল্লির শীর্ষ নেতা মন্ত্রীরাও এই বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সূত্রের খবর প্রত্যেকের সাথে আলোচনা করে এবং ক্ষেত্রবিশেষে তাদের মতামত নিয়ে করোনা সংক্রমণ স্তব্ধ করার লড়াইয়ে নামতে চলেছে দিল্লি সরকার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠকের পর আশানুরূপ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যা দিল্লিবাসী তথা ভারতবাসীর জন্য কিছু সদর্থক পরিস্থিতির সৃষ্টি করবে। প্রতিদিন যে হারে রাজধানীতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হতে পারে সে বিষয়টি যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে দিল্লি সরকারের কপালে এমনটাই সূত্রের খবর।

এখন আগামী রবিবারের বৈঠকের ওপর ভিত্তি করেই দিল্লি তথা ভারতের ক্ষেত্রে কিছু নয়া নিয়ম চালু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক আগামী দিনে করোনা সংক্রমণ কতখানি ঠেকাতে পারে সে বিষয়ে আশার আলো দেখছেন দিল্লিবাসী এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!