এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে নয়া দিশা? নয় গুরুত্বপূর্ণ বিভাগ এক ছাতার তলায় এনে নজিরবিহীন পদক্ষেপ সিএম যোগীর!

করোনা আবহে নয়া দিশা? নয় গুরুত্বপূর্ণ বিভাগ এক ছাতার তলায় এনে নজিরবিহীন পদক্ষেপ সিএম যোগীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত মার্চ মাস থেকে ভারতবর্ষে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আর তারপর থেকেই লকডাউনের মধ্যে দিয়ে চলছে দেশ। বর্তমানে আনলক প্রক্রিয়ার মাধ্যমে গোটা ভারতবর্ষ চললেও দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় রুজি-রুটির সংশয় তৈরি হচ্ছে জনসাধারণের মধ্যে। অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর করোনা পরিস্থিতির মধ্যে দেশে অপুষ্টির সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। তাই এমতাবস্থায় এবার সেই অপুষ্টির সংখ্যাকে রোধ করতে উত্তরপ্রদেশ সরকার রাজ্যের নটি বিভাগকে একত্রিত করে কাজ করতে উদ্যোগী হল।

সূত্রের খবর, পঞ্চায়েত রাজ, শিক্ষা, মহিলা-শিশু, কৃষি, গ্রামোন্নয়ন, খাদ্য নাগরিক সরবরাহ, আয়ুশ এবং উদ্যান বিভাগকে একত্রিত করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত বিভাগকে একত্রিত করে যাতে এখন অপুষ্টিকে রোধ করা যায়, তার দিকেই বেশি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মধ্যে যে জেলা অপুষ্টি নিরসনে শ্রেষ্ঠ হবে তাকে পুরস্কৃত করা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “একটি সুস্থ উত্তরপ্রদেশ গড়ে তুলতে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। পুষ্টির দিক থেকে উত্তরপ্রদেশকে সেরা জায়গায় নিয়ে যেতে গেলে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।” তবে এইভাবে আদৌ অপুষ্টি রোধ করা কি সম্ভব? এক্ষেত্রে বিগত দিনে গোরখপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে এনসেফ্যালাইটিসের মারাত্মক নিয়ন্ত্রণে কিভাবে কর্মীরা সাহায্য করেছিলেন, তার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অর্থাৎ করোনা সংকটের মধ্যে যেন-তেন প্রকারেণ অপুষ্টির জন্য যাতে কোনো বিপদ না হয়, তার জন্য এখন থেকেই তৎপরতা গ্রহণ করল উত্তরপ্রদেশ সরকার। এক্ষেত্রে রাজ্যের নটি বিভাগকে একত্রিত করে সবাইকে পুরোদমে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দুই হাজার কুড়ি সাল ভারতবর্ষের ক্ষেত্রে খুব একটা ভালো যাচ্ছে না। ঝড়, জল, ভূমিকম্প, করোনা এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই চলতে হচ্ছে গোটা দেশকে।

আর এরই মাঝে যদি অপুষ্টিজনিত সমস্যা জাঁকিয়ে বসে, তাহলে ব্যাপক সমস্যা হতে পারে। তাই সেই দিকটি মাথায় রেখেই উত্তরপ্রদেশ সরকারের এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নটি বিভাগকে একত্রিত করে যোগী আদিত্যনাথ এই উদ্যোগ নিলেও, তা কতটা ফলপ্রসূ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!