এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আক্রান্তদের নিরাপত্তার কথা ভেবে এবার বড়সড় মানবিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার

করোনা আক্রান্তদের নিরাপত্তার কথা ভেবে এবার বড়সড় মানবিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্য স্বাস্থমন্ত্রকের দেয়া হিসেবে অনুযায়ী গতকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ছিলেন ৬৭ হাজারের বেশি মানুষ। আর এঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজারেরও বেশি মানুষ। করোনার দীর্ঘ রোগ যন্ত্রনা ভোগ করে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তবে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন এই মানুষেরা। কিন্তু বাড়ি ফিরেও অনেকসময় তাদের ভোগান্তির শেষ থাকছে না। হাট, বাজার, ব্যাঙ্ক যেখানেই তাঁরা ও তাদের পরিবারের অন্য সদস্যরা যাচ্ছেন সেখানেই হচ্ছেন তাঁরা হেনস্থার শিকার।

অনেকেই তাদের অস্পৃশ্য করে তাদের ছোয়া বাঁচিয়ে চলছে, এমনকি অনেকসয় হাসপাতাল থেকে সুস্হ হয়ে বাড়ি ফেরা রোগীকেও নিজের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে রোগীর প্রতিবেশীরা। এই রোগীদের কথা ভেবে এবার একটি বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের।প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তর কোলকাতার দমদম পার্কের বাসিন্দা জনৈক পৌঢ় ভদ্রলোক করোনা আক্রান্ত হয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি হন। অভিযোগ উঠেছে, তিনি যখন করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন, তখন তাঁকে নিজের বাড়িতে ঢুকতে বাধা দেন তাঁর প্রতিবেশীরা। প্রতিবেশীরা দাবি করে, তিনি যে করোনা মুক্ত, সেটা তাঁকে হাসপাতাল থেকে লিখে আনতে হবে। এমনকি পাঁচ ঘন্টা তাঁকে অ্যাম্বুল্যান্সে বসে থাকতে বাধ্য করা হয়। অ্যাম্বুল্যান্সে বসে থাকতে থাকতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা মুক্তের প্রতি এরকম অমানবিকতা রাজ্যের স্থানে স্থানে দেখা গেছে। মুখ্যমন্ত্রীর দপ্তরেও এমন অভিযোগ বারবার করা হয়েছে। আর তাতেই শেষ পর্যন্ত নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে নির্দেশ এসেছে করোনা আক্রান্ত কোন ব্যক্তি সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে দেওয়া তাঁদের ডিসচার্জ সার্টিফিকেটে এখন থেকে পরিষ্কার ভাবে লিখে দিতে হবে যে, এই ব্যক্তি করোনা নেগেটিভ। স্বাস্থভবনকে নবান্ন নির্দেশ দিয়েছে রাজ্যের সমস্ত হাসপাতালে এই আদেশ জারি করার জন্যে।

শুধু এটাই নয় করোনা মুক্তদের সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে নবান্নের তরফ থেকে আরো কিছু নির্দেশ জারি করা হয়েছে। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, করোনা মুক্তদের প্রতিবেশীদের সন্তুষ্টির কথা যেমন ভাবতে হবে , তেমনই করোনা রোগীর নিরাপত্তাও ১০০% নিশ্চিত করতে হবে প্রশাসনকে। প্রশাসনের কোনও গাফিলতি এক্ষত্রে মেনে নেওয়া হবে না।

করোনা মুক্ত কোন রোগী যাতে তাঁর বাড়িতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে ও নিশ্চিন্তে অন্তত সাতদিন ঘরে বিশ্রাম নিতে পারে ও তাঁর এই বিশ্রামের সময়ে কেউ কোনভাবে তাঁকে বিরক্ত না করে সেদিকেও কড়া মনোভাব লক্ষ রাখতে হবে। মুখ্যমন্ত্রী তথা নবান্নের এই আদেশনামা করোনা মুক্তদের জন্যে যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এই আদেশনামার ফলে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীরা ও তাঁদের পরিবারের সদস্যরা প্রায়ই যেসব সামাজিক সমস্যার সম্মুখীন হন, সেসব থেকেও তাঁরা রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!