এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার চোখ থেকেই ছড়াবে করোনা? নতুন সম্ভাবনা সামনে আসতেই বাড়ছে আতঙ্ক!

এবার চোখ থেকেই ছড়াবে করোনা? নতুন সম্ভাবনা সামনে আসতেই বাড়ছে আতঙ্ক!

করোনা সংক্রান্ত একের পর এক তথ্য আবিষ্কারের ফলে সাধারণ মানুষ এবার চরম আতঙ্কিত অবস্থায় পৌঁছে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত করনার উপসর্গ হিসেবে সর্দি, কাশি, জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদির কথা বলা হলেও এবার নতুন করে বিজ্ঞানীরা সামনে এনেছেন অন্য এক তথ্য। ইতিমধ্যেই করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় দু লাখের ওপর মানুষ এখনো পর্যন্ত প্রাণ দিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে।

এই পরিস্থিতিতে বিশ্ববাসীকে সামাল দিতে বিজ্ঞানীরা শুরু করেছেন করোনার প্রতিষেধক আবিষ্কার এর প্রাণপণ চেষ্টা। আর তার মধ্যেই এবার নতুন তথ্য- করোনা নাকে, গলায় বাদ দিয়েও চোখেও তার বংশ বিস্তার করতে পারে। বলা হচ্ছে, চোখ থেকেও করোনা সংক্রমণ ছড়াতে পারে। এমনকি সুস্থ হয়ে ওঠার 21 দিন পরেও চোখের মধ্যে করোনার জীবাণু থেকে যেতে পারে বলে দাবি জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। সম্প্রতি ইটালিতে অনলাইনে প্রকাশিত একটি মেডিক্যাল জার্নাল এর মাধ্যমে এই তথ্য উঠে এসেছে।

যা নিয়ে ইতিমধ্যে বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইটালিতে যে মহিলা প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁর চোখে ধরা পড়েছিল কনজাংটিভাইটিস। 65 বছরের ওই মহিলা চীনের ইউহান প্রদেশ থেকে এসেছিলেন। এরপর তাঁর দেহে করোনার অন্যান্য উপসর্গ এক এক করে দেখা যায়। অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হওয়ার তিন দিনের মধ্যে ওই মহিলার চোখ থেকে নমুনা সংগ্রহ করার পর দেখা যায়, তাঁর চোখের নমুনায় মিলেছে করোনার জীবাণু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশন এক গবেষক জানিয়েছেন, কোনো করোনা রোগী সুস্থ হয়ে ওঠার 21 দিন পরেও তাঁর চোখে করোনা জীবাণু মিলতে পারে। তাই বারবার বিশেষজ্ঞদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কোনো ভাবেই চোখ, নাক, মুখ যেন ঘনঘন স্পর্শ না করা হয়। উল্লেখ্য, ইতালিতে উক্ত আক্রান্ত মহিলার সুস্থ হয়ে ওঠার 27 দিন পরেও তাঁর চোখের অতলে করোনার জীবাণু মিলেছে। সারা বিশ্বের মানুষ করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে ইতিমধ্যে গৃহবন্দি হয়েছেন।

কিন্তু তার মধ্যেও একেকটি দেশে সংক্রমণ এত পরিমাণে ছড়িয়েছে, যে সেগুলি প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যার মধ্যে ইতালির নাম অবশ্যই করা যায়। অন্যদিকে বিশ্বের প্রথম সারির উন্নত দেশগুলিও করোনার হাত থেকে বাঁচেনি। তাই এবার তড়িঘড়ি বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার প্রতিষেধক আবিষ্কারের ব্যাপারে উদ্যোগ নেওয়া। এই পরিস্থিতিতে সারা পৃথিবীর মানুষ এখন একটাই প্রার্থনা জানাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব করোনামুক্ত হোক এই সুবিশাল পৃথিবী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!