এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য করোনায় মৃত্যু নিয়ে বিতর্ক শুরু হতেই অডিট কমিটি নিয়ে সব দায় ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী

রাজ্য করোনায় মৃত্যু নিয়ে বিতর্ক শুরু হতেই অডিট কমিটি নিয়ে সব দায় ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী


করোনা মোকাবিলায় প্রথমদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছিল একটি অডিট কমিটি। যে কমিটি একটি রোগীর করোনাতেই মৃত্যু হল কিনা, তা খতিয়ে দেখবে বলে জানানো হয়েছিল। আর এবার সেই অডিট কমিটির ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে সব মহলে।

সূত্রের খবর, বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “অডিট কমিটি আমি করিনি। স্বাস্থ্য দপ্তরের সচিব, মুখ্যসচিবরা করেছেন। অডিট কমিটিতে কারা রয়েছেন, তাও আমি জানি না।” আর মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলার পরেই বিরোধীদের তরফে উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজ্যের প্রশাসনিক প্রধান করোনা মোকাবিলায় সামনে থেকে দাড়িয়ে লড়াই করছেন‌। সেখানে তার সামনে অডিট কমিটি গঠন হল, অথচ তিনিই বিন্দুবিসর্গ জানলেন না! এখন এই ধরনের কথা কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

বিরোধীদের দাবি, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন করোনাকে দেখে সত্যিই ভয় পেয়েছেন। মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছেন। তাই তিনি এই ধরনের কথা বলছেন। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে তিনি আর সামলাতে পারছেন না। তাই দায় ঝেড়ে ফেলতে চাইছেন। নিজে ক্রেডিট নেওয়ার চক্করে একসময় করোনা মোকাবিলায় কোনো মন্ত্রীকে নবান্নে ঘেঁষতে দেননি তিনি। স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখাই যাচ্ছিল না‌। এখন দায় ঝেড়ে ফেলতে যেমন ক্যাবিনেট কমিটি গঠন করেছেন, তেমনই অডিট কমিটি আমি করিনি বলে পালাতে চাইছেন।” একইভাবে এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “ব্যর্থতার দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পালাতে পারবেন না। করোনা মোকাবিলা নিয়ে সরকারের দিনের-পর-দিন মিথ্যাচার, তথ্য গোপন করার নিয়ম, সবই মানুষ ধরে ফেলেছেন।” বস্তুত, রাজ্য সরকারের পক্ষ থেকে গঠিত এই অডিট কমিটি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয়েছে। যদিও বা তার সদুত্তর রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ একাংশের।

আর এমত পরিস্থিতিতে সেই অডিট কমিটি নিয়ে যেভাবে তিনি এর কিছুই জানেন না বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য রীতিমত আলোড়ন সৃষ্টি করল রাজ্য রাজনীতিতে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!