এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনার ঢেউয়ে তছনছ রাজ্য, তার মাঝেই ভয়ঙ্কর ভাবে ফণা তুলতে পারে ডেঙ্গু! প্রস্তুতি পুর এলাকাতে

করোনার ঢেউয়ে তছনছ রাজ্য, তার মাঝেই ভয়ঙ্কর ভাবে ফণা তুলতে পারে ডেঙ্গু! প্রস্তুতি পুর এলাকাতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ যেন গোদের ওপর বিষফোঁড়া। একদিকে করোনা ভাইরাসের দাপট। আর তার মাঝেই আতঙ্কের অন্যতম কারণ হিসেবে দেখা দিতে শুরু করেছে ডেঙ্গু। 2021 সালে করোনা ভাইরাস মানবজীবনকে কার্যত বিধ্বস্ত করে তুলেছিল। তবে 2022 সাল পড়তে না পড়তেই আবার সেই ভাইরাসের দ্বিতীয় ধাপ ভারতবর্ষে আছড়ে পড়ে। স্বাভাবিকভাবে বাংলাতেও তা বাড়তে শুরু করে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের কারণে লকডাউন এবং বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রতিমুহূর্তে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে।

কিন্তু ভাইরাস যখন বাড়ছে, ঠিক তখনই ডেঙ্গু নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষদের মধ্যে। তবে একদিকে করোনা ভাইরাস নিয়ে যখন মানুষ কার্যত বিপর্যস্ত, তখন ডেঙ্গু যাতে মাথাচাড়া দিতে না পারে, তার জন্য প্রথম থেকেই তৎপর হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন পৌরসভা।

ইতিমধ্যেই ডেঙ্গু মোকাবেলায় কাজ শুরু করে দিয়েছে পুর কর্তৃপক্ষ। অর্থাৎ মানুষের এমনিতেই এখন সংকট চলছে। তার মধ্যে এই ডেঙ্গু মাথাচাড়া দিলে কার্যত অস্বস্তি বাড়বে। জনজীবন আরও বিপর্যস্ত হয়ে যাবে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি পৌরসভা ডেঙ্গু মোকাবিলায় তাদের কাজ শুরু করে দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 10 তারিখ থেকে ডেঙ্গু সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। 16 মে ডেঙ্গু দিবসের দিন স্বাস্থ্যকর্মীদের নিয়ে টিম তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছে পৌর কর্তৃপক্ষ। এক্ষেত্রে সার্ভের মধ্যে দিয়ে কার কার ডেঙ্গুর উপসর্গ আছে, তা খতিয়ে দেখছেন তারা। পাশাপাশি জমে থাকা জল যাতে কোথাও না থাকে, তার জন্য প্রতি মুহূর্তে নির্দেশ দেওয়া হচ্ছে। নিকাশি ব্যবস্থা পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থাৎ যেন-তেন প্রকারেণ করোনা ভাইরাসের মধ্যে এখন ডেঙ্গু আটকানো প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জ থেকে শুরু করে কালিয়াগঞ্জ, ইসলামপুর থেকে শুরু করে ডালখোলা পৌরসভার কাছে।আর আগেভাগেই ডেঙ্গু আটকানোর জন্য উত্তর দিনাজপুর জেলার সমস্ত পৌরসভার এই উদ্যোগকে কার্যত স্বাগত জানাচ্ছেন সাধারন মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “করোনা ভাইরাসের সঙ্গেই ডেঙ্গু মোকাবিলায় কাজ চলছে। পৌরসভার সুপারভাইজার এবং সহকারিদের নিয়ে মিটিং করা হয়েছে। বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে। জমে থাকা জল পরিষ্কার করা সহ স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী সমস্ত কাজ শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত এলাকায় কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি।” অন্যদিকে এই ব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক শচীন সিংহ রায় বলেন, “এখনও পর্যন্ত আমাদের এখানে ডেঙ্গু আক্রান্তের খবর নেই। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন। মশা মারার জন্য কামান দাগা হচ্ছে।”

একইভাবে এই ব্যাপারে ইসলামপুর পৌরসভা প্রশাসক পাঁচুগোপাল রায় বলেন, এলাকার আবর্জনা সাফাই করা হচ্ছে।” বিশ্লেষকরা বলছেন, যে কোনো রোগ যদি মাথাচাড়া দিতে শুরু করে, তাহলে প্রথম থেকেই তাকে দমানোর জন্য উদ্যোগ নিতে হয়। এক্ষেত্রে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার সময় সঠিকভাবে সচেতনতা পালন না করার জন্য তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ একাংশের।

তবে করোনা ভাইরাসের যখন সংকটকাল চলছে, তখন যাতে অন্য কোনো রোগ মাথাচাড়া দিতে না পারে, তার জন্য এখন থেকেই ডেঙ্গুর মত ভয়াবহ রোগকে আটকানোর জন্য সব রকম প্রস্তুতি নিতে শুরু করল উত্তর দিনাজপুর জেলার সমস্ত পৌরসভা। সব মিলিয়ে আগেভাগেই বাড়তি সতর্কতা নিয়ে ডেঙ্গুকে আটকাতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং পৌরসভাগুলো কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!