এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা দুঃসময়ে মুশকিল আসান পোস্ট অফিসের! এই প্ল্যানে মাত্র ১২৪ মাসেই দ্বিগুন হবে টাকা!

করোনা দুঃসময়ে মুশকিল আসান পোস্ট অফিসের! এই প্ল্যানে মাত্র ১২৪ মাসেই দ্বিগুন হবে টাকা!


করোনা পরিস্থিতি আসার আগেই বিভিন্ন ব্যাংকে ও অন্যান্য ফান্ডগুলিতে সুদ প্রচুর কমে যায়। কিন্তু করোনা পরিস্থিতিতেই এবার মানুষকে দুঃসময়ে সাহায্য করতে পোস্ট অফিস নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। এমন একটি প্ল্যান এবার পোস্ট অফিস এনেছে, যার মাধ্যমে মাত্র 124 মাস আর তারপরেই গচ্ছিত টাকা হয়ে যাবে দ্বিগুণ। মনে করা হচ্ছে, খুব স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে অল্প সময়ে জনপ্রিয় হবে পোস্ট অফিসের এই প্ল্যান। বিশেষজ্ঞদের মতে খুব কম সময়ে টাকা দ্বিগুণ করার যে পরিকল্পনা করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

পোস্ট অফিস এর পক্ষ থেকে জানানো হয়েছে, 124 মাস বা মাত্র 10 বছর 4 মাস পরে জমানো টাকা দ্বিগুণ হতে পারে। এর জন্য পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে হবে। শুধু তাই নয় ম্যাচুরিটির ওপরও গ্যারান্টিযুক্ত সুদ পাওয়া যাবে। তাছাড়া পোষ্ট অফিসে চালু বিভিন্ন বিকাশপত্র গুলিতে অর্থ রেখে পরবর্তীতে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে এফ ডির উপরে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার সুদের হার কমিয়ে দিয়েছে অনেকটাই।

যদিও পোস্ট অফিসের সঞ্চয়ের উপরেও সুদের হার কমেছে, কিন্তু তা সত্ত্বেও যে সুদ পাওয়া যাচ্ছে তা ব্যাংকের থেকে অনেকটাই বেশি। সূত্রের খবর 2020 সালের পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার কিষান বিকাশ পত্র 6.9% সুদ দিচ্ছে। আগে এই প্রকল্পে 7.6 শতাংশ হারে সুদ পাওয়া যেত। যা সাধারণের জন্য অনেকটাই। সর্বসাধারণের উদ্দেশ্যে পোস্ট অফিস এর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি এই সময় কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করা যায়, তাহলে 10 বছর চার মাসে সেই টাকা দ্বিগুণ হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে পোস্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কিষান বিকাশ পত্রে ন্যূনতম হাজার টাকা জমা রাখতেই হবে। তবে হাজার টাকার বেশীও ইচ্ছা হলে জমা রাখা যায়। তার কোনো ঊর্দ্ধসীমা নেই। অন্যদিকে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতেও কোন বয়সের উর্ধ্বসীমা নেই বলে জানা গেছে। এমনকি সর্বাধিক তিনজন মিলেও একটি অ্যাকাউন্ট খুলতে পারে। অন্যদিকে নাবালকের পক্ষ থেকে বা মানসিক ভারসাম্যহীন এমন কোন ব্যক্তির তরফ থেকে যে কোন সুস্থ মানুষ এই প্রকল্পের ভার নিতে পারেন বলে জানা গেছে।

এফবি সহ সমস্ত পরিষেবার ওপর যেভাবে কেন্দ্রীয় সরকার সুদ কমিয়ে দিয়েছে, তাতে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ বিপাকে পড়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যেভাবে মানুষকে খুব কম সময়ে টাকা দ্বিগুনের কথা বলছে পোষ্ট অফিস, তাতে সাধারণ মানুষ যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে করোনার আবহে এই মুহূর্তে মানুষের হাতে টাকা কম। সে জায়গায় মাত্র 1000 টাকার বিনিময়ে পোস্ট অফিসের সঞ্চয় খাতা খোলার যে পরিকল্পনা তা নিয়ে নিশ্চিন্ত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!