এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলাকে বাঁচাতে 60 হাজার কর্মীকে প্রশিক্ষিত করেছেন, সাড়ে 5 কোটি বাড়িতে পৌঁছেছেন! দাবি মমতার

বাংলাকে বাঁচাতে 60 হাজার কর্মীকে প্রশিক্ষিত করেছেন, সাড়ে 5 কোটি বাড়িতে পৌঁছেছেন! দাবি মমতার


করোনা ভাইরাস মোকাবিলায় প্রথমদিকে বাংলা স্থিতিশীল অবস্থায় থাকলেও, যত দিন যাচ্ছে, ততই সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। প্রথমদিকে সরকারের উদ্যোগ দেখে বিরোধীরা প্রশংসা করলেও, পরবর্তীতে মৃত্যু এবং আক্রান্ত সংখ্যা চেপে যাওয়া সহ একাধিক বিষয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছিল বিরোধীরা। যার জন্য অস্বস্তিতে পড়ে ছিল সরকারপক্ষ।

শুধু তাই নয়, টেস্ট কিটের সঠিক পরিমাণে ব্যবহার না করা নিয়েও বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল শাসক দলকে। আর করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ বলে যখন দাবি তুলতে শুরু করেছে বিরোধীরা, ঠিক তখনই এই ব্যাপারে তথ্য পরিসংখ্যান পেশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে করোনা সংক্রমণ আটকাতে তার সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। যেখানে আশা কর্মী থেকে স্বাস্থ্যকর্মীরা কিভাবে করোনা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করেছে এবং কিভাবে কাজ চালিয়েছে, তা ফেসবুকে তুলে ধরেন বাংলার প্রশাসনিক প্রধান। পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “60000 আশা কর্মী এবং স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হয়েছে। নজরদারি আমাদের আগে থেকে সতর্কতামূলক সংকেত দেয় এবং করোনার সঙ্গে লড়তে তা এক সক্রিয় পদক্ষেপ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের প্রশাসনিক প্রধানের এই পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, গত 7 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত রাজ্যের প্রায় 5 কোটি 57 লক্ষ মানুষের বাড়িতে আশা এবং স্বাস্থ্যকর্মীরা পৌঁছে গিয়েছেন। যেখানে 872 জনের গুরুতর শ্বাসকষ্ট এবং 91 হাজার 515 জনকে ফ্লু জাতীয় রোগের জন্য চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, এই রোগ নির্ণয় করে 375 জনকে হাসপাতালে ভর্তি করানোর পর 62 জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে বলেও পরিসংখ্যানে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিসংখ্যান তুলে ধরার পেছনে যথেষ্ট কারণ রয়েছে।

কেননা বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজ্য সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই এমন পরিস্থিতিতে সরকার যে করোনা মোকাবিলা করতে আন্তরিক এবং প্রথম থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা এই পরিসংখ্যানের মধ্যে দিয়েই তুলে ধরে বিরোধীদের মন্তব্যকে খন্ডন করার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে মোড় নেয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!