এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে কি ভেঙে পড়ছে মোদীর সাধের ‘গুজরাট মডেল’! সামনে এল বিস্ফোরক তথ্য সমেত দাবি!

করোনা আবহে কি ভেঙে পড়ছে মোদীর সাধের ‘গুজরাট মডেল’! সামনে এল বিস্ফোরক তথ্য সমেত দাবি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ মোকাবিলায় গুজরাটের স্বাস্থ্যব্যবস্থার অপারদর্শিতার প্রশ্ন তুলে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেস মন্ত্রী রাহুল গান্ধী। সম্প্রতি রাহুল গান্ধী গুজরাট শাসিত রাজ্য গুলির করোনা সংক্রমণ এবং কংগ্রেস শাসিত রাজ্য গুলির করোনা সংক্রমনের তুলনামূলক আলোচনা করে একটি পরিসংখ্যান প্রকাশ করেন। এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র এগিয়ে থাকলেও গুজরাটে করোনা সংক্রমনের হার উপরের সারিতেই রয়েছে।

কিন্তু মহারাষ্ট্র সংক্রমণ বেশি থাকলেও গুজরাট গোটা ভারতে মৃত্যুর নিরিখে প্রথম স্থানে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫৫ জন এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫০৫ জন। কংগ্রেস শাসিত মহারাষ্ট্রে করোনা সংক্রমনের হার সব থেকে বেশি হলেও মৃত্যুহারের সংখ্যা গুজরাটের মৃত্যুহারের অর্ধেক। জানা গেছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এই পরিসংখ্যানটি টুইটারের মাধ্যমে প্রকাশ করেন। সেই পরিসংখ্যান অনুযায়ী গুজরাটের মৃত্যুর হার প্রায় ৬ শতাংশের বেশি ভারতের জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর এর সাথেই রাহুল গান্ধী কংগ্রেস শাসিত অন্যান্য রাজ্যগুলির করোনা আক্রান্তের কারণে মৃত্যুর পরিসংখ্যানও প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে,রাজস্থানে মৃত্যুহার ২.৩২ শতাংশ, পাঞ্জাবে এর পরিমাণ ২.১৭ শতাংশ, পুদুচেরিতে মৃত্যুহার ১.৯৮ শতাংশ, ঝাড়খণ্ডে মৃত্যুহার ০.৬৫ শতাংশ এবং ছত্তিসগড়ে মৃত্যুর হার ০.৩৫ শতাংশ। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের এলাকা গুজরাটের স্বাস্থ্য ব্যবস্থার প্রসঙ্গ নিয়েও প্রশ্ন তুলেছেন বলে জানা গেছে। বিজেপি শাসিত রাজ্য গুলিতে করোনা পরিস্থিতির পরিসংখ্যান সবার সামনে তুলে ধরে এদিন রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি তোপ দেখেছেন বলে সূত্রের খবর।

গুজরাটে করোনা পরিস্থিতির বিষয় নিয়ে এবার প্রশ্ন তুলেছে গুজরাট হাইকোর্ট‌ও। গুজরাটের সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। জানা গেছে শীর্ষ আদালতের তরফে বিজয় রুপানির উদ্দেশ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে গুজরাটের শীর্ষ আদালত। এমনকি আমেদাবাদের সরকারি হাসপাতাল গুলিকে অন্ধকূপের সঙ্গে তুলনা করা হয়েছে বলে জানা গেছে। কার্যত গুজরাটের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আশঙ্কার ঝড় উঠেছে বিশেষজ্ঞ মহলে।

প্রসঙ্গত কংগ্রেসের অধীনস্থ মহারাষ্ট্র ছাড়া অন্যান্য রাজ্যগুলিতে করোনা সংক্রমণ এই মুহূর্তে নিয়ন্ত্রিত রয়েছে বলেই জানা গেছে। সে ক্ষেত্রে কংগ্রেস যথেষ্টই বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। ফলত রাহুল গান্ধীর টুইট বার্তা মোদি-শাহের সাধের ‘গুজরাট মডেল’ ভেঙে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে বিজেপি শিবিরে, এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!