এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা হানার মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, জারি হল একাধিক গাইডলাইন

করোনা হানার মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, জারি হল একাধিক গাইডলাইন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার তীব্র সংক্রমনের মধ্যে রাজ্যে ক্রমশ বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক। ইতিমধ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে একধিক রাজ্য। কেন্দ্রীয় সরকার ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে। কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ গাইডলাইন রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। এবার ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সরকারি গাইড লাইন তৈরি করল রাজ্য সরকার।

সম্প্রতি, রাজ্যের মোট ৫ জন মানুষের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ পাওয়া গেছে। যাদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে বিশেষ গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। যেখানে জানানো হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাস ভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। যারা সদ্য করোনা মুক্ত হয়েছেন তাদের রক্তে গ্লুকোজের মাত্রার দিকে সবসময় নজর রাখতে হবে। স্টেরয়েড, এন্টিবায়োটিক, এন্টিফাঙ্গাল ওষুধের ব্যবহার সতর্কতার সঙ্গে করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সর্বদা মাস্ক ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। যেসব জায়গায় ধুলোবালি বেশি রয়েছে, সেখানে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। ধুলোবালি ভরা জায়গা, নির্মাণ কাজে গেলে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। বাগানে বা মাটিতে কাজ করলে জুতো, লম্বা ঝুলের ট্রাউজার, ফুল স্লিভ শার্ট, গ্লাভস ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে। এসবের সঙ্গেই স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত পচনশীল দ্রব্য থেকে ছত্রাক জন্মাতে পারে, সেগুলো খোলা জায়গায় না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে সাইনাসের সমস্যা বাড়তে পারে। সর্দির সঙ্গে সঙ্গে রক্তপাত দেখা দিতে পারে। মুখমন্ডলের বিভিন্ন অংশে ব্যথা ও কালো ছোপ দেখা দিতে পারে। দাঁতে ব্যথা হতে পারে। জ্বর আসতে পারে। রক্ত জমাট বাঁধতে পারে। বুকে ব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। রক্ত বমি, মানসিক অস্থিরতা, চোখ ফুলে যেতে পারে। তাই এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে মানুষকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!