এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল গভীর রাতে মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের এক করোনা হাসপাতালে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে। হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা ১৩ জনের মৃত্যু ঘটে অগ্নিকাণ্ডে। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তাদের দেওয়া হবে অর্থ সাহায্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল রাত তিনটের সময় মহারাষ্ট্রের বিরারের বিজয় বল্লভ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। হাসপাতালের আইসিইউতে আগুন ধরে যায়। অনুমান করা হচ্ছে, এসির শর্টসার্কিট থেকে এমন আগুন ধরেছে। এই হাসপাতালে ভর্তি ছিলেন ৯০ জন। যাদের মধ্যে মোট ১৩ জনের মৃত্যু ঘটেছে এই অগ্নিকাণ্ডে। তারা প্রত্যেকেই করোনা আক্রান্ত ছিলেন। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন। গতকাল ঘটনাস্থলে পৌঁছে ছিল দমকল বাহিনী। দু ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে অন্য হাসপাতালে। গতকালের এই ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া এই ঘটনায় আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেবার ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তাদের এই অর্থ সাহায্য দেয়া হবে বলে, জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!