এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা হাসপাতালে মোবাইল বন্ধ করায় এবার বড়সড় ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার? বাড়ছে জল্পনা

করোনা হাসপাতালে মোবাইল বন্ধ করায় এবার বড়সড় ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার? বাড়ছে জল্পনা


রাজ্যের করোনা হাসপাতাল গুলোতে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অনেকদিন আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার‌। যার পরেই বিরোধীদের তরফে এই ব্যাপার নিয়ে আপত্তি জানানো হয়। ইতিমধ্যেই রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্চ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একাধিক জনস্বার্থ মামলা। যেখানে প্রথম মামলা দায়ের করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

আর অর্জুন সিংহের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই ব্যাপারে রাজ্য সরকারকে আদালতের পক্ষ থেকে কি বলা হয়, তার দিকে নজর ছিল সকলেরই। অবশেষে এবার এই ব্যাপারে করোনা হাসপাতালগুলোতে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল। যার কারণ রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

সূত্রের খবর, হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার এই ব্যাপারে রাজ্যকে তাদের ব্যাখ্যা দিতে হবে। আর হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যকে এই বিষয়ে নির্দেশ দেওয়ায় এখন রাজ্য সরকার অনেকটাই চাপে পড়লে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, এদিন এই প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিংহের আইনজীবী বলেন বিকাশ সিং বলেন, “রাজ্য সরকার তথ্য গোপনের আরও একধাপ এগিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এর মাধ্যমে হাসপাতালের মধ্যে যে দুর্নীতিগুলো ঘটে চলেছে, তা বাইরে আসবে না। রাজ্য সরকার সম্পূর্ণভাবে পরিকল্পনা করে তথ্য গোপন করছে। তাই অবিলম্বে এই বিজ্ঞপ্তি খারিজ করা হোক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে এই ব্যাপারে রাজ্যের বিজ্ঞপ্তি খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। এদিন এই মঞ্চের আইনজীবী অরিজিত বক্সি জানান, রাজ্য সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মের বাইরে গিয়ে রাজ্যের করোনা হাসপাতাল গুলোতে মোবাইল ফোনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তা রাজ্য কখনই করতে পারে না।

জানা যায়, করোনা হাসপাতালগুলোতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মোবাইল ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা জারি করায় হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষও। এদিন এই প্রসঙ্গে দীলিপবাবুর আইনজীবী ইন্দ্রজিৎ দে বলেন, “মোবাইলের মত অন্যান্য ডিভাইসেও করোনাভাইরাস লেগে থাকতে পারে।

তাহলে সে ক্ষেত্রে শুধুমাত্র মোবাইল ফোনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কেন!” আর রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করার পর একাধিক ব্যক্তি এই ব্যাপারে মামলা করায় এবং অবশেষে হাইকোর্ট এই ব্যাপারে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চাওয়ায়, এখন রাজ্য চাপে পড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের। এখন দেখার বিষয়, রাজ্য এই ব্যাপারে হাইকোর্টে কি ব্যাখ্যা দেয়! যার দিকে নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!