এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনা হাসপাতালের বেহাল অবস্থা, তীব্র ক্ষোভ আক্রান্তদের

করোনা হাসপাতালের বেহাল অবস্থা, তীব্র ক্ষোভ আক্রান্তদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা মোকাবিলায় রাজ্যের বেহাল অবস্থার কথা বারবার প্রকাশ্যে চলে আসছে। কোথাও অ্যাম্বুলেন্স গাড়ির ভেতরেই চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছেন করোনা আক্রান্ত ব্যক্তি, কোথাও হাসপাতালের বেডে পড়ে থাকছে করোনা আক্রান্তের মৃতদেহ, কোথাও মিলছে না বেড, ঘটছে মৃত্যু। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার কোভিড হাসপাতালের ভয়াবহ চিত্র সামনে এসেছে। হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা।

জলপাইগুড়ি কোভিড হাসপাতালে দেখা যাচ্ছে যে, হাসপাতাল চত্বর জুড়ে পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট, মাস্ক, গ্লাভস ইত্যাদি। হাসপাতালের শৌচাগার নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। ময়লায় ভর্তি বাথরুম। আবর্জনাতে ভর্তি হয়ে অত্যন্ত নোংরা হাসপাতাল চত্বর। হাসপাতালে দেয়ালে ভরে রয়েছে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা। হাসপাতালের এই বেহাল পরিস্থিতিতে রোগ সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কগ্রস্থ সকলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রমেন্দ্রনাথ প্রামাণিক জানালেন যে, পিপিই কিট বা অন্যান্য সামগ্রী নেওয়ার জন্য এক এজেন্সিকে তাঁরা দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু এজেন্সি হাসপাতাল থেকে আবর্জনা নিয়ে যাচ্ছে না। আবার, হাসপাতাল পরিষ্কার করতে গেলে যত সংখ্যক লোক প্রয়োজন, তা পাওয়া যায়নি। এই বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন তিনি। তবে তিনি আশ্বাস দিয়েছেন গুরুত্বের সঙ্গে দেখছেন তাঁরা এই সমস্যাকে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, বেলেঘাটা আইডি হাসপাতালে অক্সিজেন পাইপে জল জমে পড়ায় অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়েছে। গতকাল রাতে অক্সিজেন সরবরাহকারী পাইপলাইনে বরফ জমে গিয়েছিল। তারপর থেকেই শুরু হয় বিপত্তি। জল বের করে আনার চেষ্টা চলছে। সেইসঙ্গে পাইপ লাইন মেরামতের কাজ চলছে। বিকল্প উপায়ে অক্সিজেন সরবরাহের চেষ্টাও চলছে। তীব্র সমস্যায় পড়েছেন হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তরা। দ্রুত সমস্যার সমাধান না ঘটলে বড়সড় বিপত্তির আশঙ্কা রয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!