এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা সতর্কতা, উচ্চমাধ্যমিক নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা সরকারের

করোনা সতর্কতা, উচ্চমাধ্যমিক নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা সরকারের

করোনা ঠেকাতে এবার উচ্চমাধ্যমিক নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। করোনা ভাইরাস ভয়াবহ মারণ রোগ। এই রোগকে আটকাতে যে যার মতো করে চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলে একযোগে সকলের কাছে আবেদন করছেন, যাতে এই রোগকে আটকানো যায়, তার জন্য সর্ব প্রথম দরকার বাইরে না বেরোনো।

কিন্তু এখন চলছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বার বার তাই সরকারের কাছে অনুরোধ জানানো হচ্ছিলো যেন তা আপাতত কদিন স্থগিত রাখা হয়। আর এবার সেই দাবিকে মান্যতা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখলো মমতা সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী ২৩, ২৫ এবং ২৭ তারিখ যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাই পিছনো হয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ১৫ এপ্রিলের পর পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সরকার । তবে ইতিমধ্যে যে সব পরীক্ষাগুলি হয়ে গিয়েছে সেগুলি কোনওটাই বাতিল হবে না।

পরীক্ষা স্থগিত হওয়ায় ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী,অভিভাবকরা চিন্তা মুখ্য হলেন বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!