এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা হাব বানিয়েছে তৃণমূল! বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের!

করোনা হাব বানিয়েছে তৃণমূল! বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণরূপে ব্যর্থ। প্রথম থেকেই এই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে এক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। আক্রান্তের সংখ্যা লুকোনো থেকে শুরু করে কোয়ারেন্টাইনে অব্যবস্থা, বিভিন্ন বিষয়ে সোচ্চার হয়ে রাজ্য প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন বিজেপি নেতারা। আর এবার খড়্গপুরে করোনা ভাইরাস ভয়াবহ আকার নেওয়ায় তৃণমূল খড়গপুরকে করোনা হাব বানিয়ে দিয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, শুক্রবার মেদিনীপুরে করোনা প্রতিরোধের জন্য স্থানীয়দের মধ্যে হোমিওপ্যাথি ওষুধ বিলি করেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির অন্যান্য নেতারা। আর সেখানে খড়্গপুরের পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

দীলিপবাবু বলেন, “খড়গপুরকে করোনা হাব বানিয়ে দিয়েছে টিএমসি। সেখানকার বিধায়ক দিনের-পর-দিন নিয়ম না মেনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তার সঙ্গে এখানকার ওসি, আইসি, অতিরিক্ত পুলিশ সুপার শাসকললের নেতাদের চামচাগিরি করছেন। রাস্তা পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু স্থগিত। পুরো শহরে প্রশাসন ভেঙে পড়েছে। সবাইকে বিপদে ফেলে এখন পালিয়েছেন। ওখানকার চেয়ারম্যান থেকে কাউন্সিলর, পুলিশ অফিসার সবাই নামে এফআইআর করা উচিত। কেউ লকডাউন মানেনি। ওদের জন্য মানুষ ভুল পথে যাচ্ছে। আর এরা দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূল নেতাদের জন্য তারা চামচাগিরি করছেন বলেও দাবি করেন দীলিপবাবু। তিনি বলেন, “এই অকর্মণ্য নিকম্মা অসৎ’ নেতাদের চামচাগিরি করে পুলিশ প্রশাসন সবাইকে বিপদে ফেলছে। আমরা করোনা ফাইটারদের সম্মান জানালাম। এখানে টিএমসি নেতারা করোনা কেরিয়ার হয়ে ঘুরে বেড়াচ্ছে। রাজনীতি করতে গিয়ে রাজ্যকে বিরাট বিপদে ফেলে দিচ্ছেন তারা।” এদিকে খড়্গপুরের পরিস্থিতি নিয়ে সেখানকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তৃণমূল ও পুলিশ প্রশাসনকে কটাক্ষ করায় কিছুটা হলেও চাপে পড়েছে তৃনমূল কংগ্রেস। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে পাল্টা এই ব্যাপারে দিলীপ ঘোষকে আক্রমণ করা হয়েছে।

এদিন এই প্রসঙ্গে মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, “ওই ভদ্রলোকের মাথার সুস্থতা সম্বন্ধে রীতিমতো সন্দেহ রয়েছে। মুখ খুললেই ভুল কথা ও খুত খুঁজে বেড়ায়। করোনা পরিস্থিতিতে ওরা মানুষের কাছে আসেনি। এখন পাপের প্রায়শ্চিত্ত করতে আসছেন। তৃণমূল ওদের মত নয় যে, কলকাতার অফিসে বসে থাকবে। প্রতিদিন মানুষের সেবা করেছে তৃনমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের ভুল পদক্ষেপেই করোনা ছড়িয়েছে। আর সেটাকে চাপা দিতেই ওনারা মিথ্যে কথা বলছেন।”

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন থাকায় সেভাবে কোনো রাজনৈতিক দল ময়দানে নামতে পারেনি। কিন্তু এইবার লকডাউন শিথিল হয়ে যাওয়ার সাথে সাথেইকে দুর্দিনে মানুষের পাশে কে ছিল, তা নিয়ে তরজায় জড়িয়ে পড়েছে শাসক থেকে বিরোধী। আর তারই অঙ্গ হিসেবে এদিন মেদিনীপুরের মাটিতে পা রেখে তৃণমূলকে কটাক্ষ করে শোরগোল তুলে দিলেন দিলীপবাবু। যার পাল্টা তৃনমূলের পক্ষ থেকেও তাকে কটাক্ষ করা হল। সব মিলিয়ে 2021 এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!