এখন পড়ছেন
হোম > জাতীয় > কোথায় দাঁড়াল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা? প্রাণ হারালেন কতজন! জেনে নিন সরকারি তথ্য

কোথায় দাঁড়াল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা? প্রাণ হারালেন কতজন! জেনে নিন সরকারি তথ্য

গোটা বিশ্বে যখন করোনার দাপট অব্যাহত ছিল, তখন ভারত বিষয়টিকে হাল্কাভাবেই নিয়েছিল। তবে আশার আলো দেখা গিয়েছিল, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার দাপট আটকাতে দেশজুড়ে টানা 21 দিন লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। প্রত্যেকের মনে গৃহবন্দি হয়ে থাকার আশঙ্কা বাসা বাঁধলেও, সকলেই নিশ্চিত ছিলেন যে, এবার ভারত করোনা থেকে মুক্ত বলে 21 দিন পর ঘর থেকে বেরিয়ে ঘোষণা করতে সক্ষম হবে।

কিন্তু মানুষ এক আশা করলেও, বাস্তব অন্য দিকে মোড় নিতে শুরু করেছে। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। সূত্রের খবর, মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4421 জনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 114 জনে। আর দেশে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ার নিদর্শন দেখে এক অন্য আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, এভাবেই যদি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে, তাহলে আগামী 8 দিনের মধ্যে ভারতবর্ষে কোন আক্রান্তের সংখ্যা 17 হাজার ছুয়ে যাবে।

অনেকেই এই সংখ্যাটা শুনে হয়ত বা আঁতকে উঠবেন। কিন্তু করুন সত্য এখন এটাই। কেননা লকডাউনের পরেও বিভিন্ন জায়গায় অনেক মানুষকে রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ভারতবর্ষের সংখ্যালঘুদের একটা সংগঠনের দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং দিল্লির বুকে তাদের সমাবেশ এই করোনা ভাইরাসের দাপট আরও বাড়িয়ে তুলেছে। তাই এই পরিস্থিতিতে যেভাবে দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে কিভাবে তাকে সামলানো যাবে, তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে সকলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!