এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনার মধ্যেই জনসমাগম! হেভিওয়েট মন্ত্রীদের বিরুদ্ধে সুর চড়ালেন করোনা থেকে সুস্থ হওয়া বিধায়ক !

করোনার মধ্যেই জনসমাগম! হেভিওয়েট মন্ত্রীদের বিরুদ্ধে সুর চড়ালেন করোনা থেকে সুস্থ হওয়া বিধায়ক !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাস থেকে দূরত্ব বজায় রাখতে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। দীর্ঘদিন লকডাউনে কিছুটা হলেও সেই ভাইরাসকে আটকানো সম্ভব হয়েছিল। কিন্তু আনলক পর্ব শুরু হতেই ধীরে ধীরে সকলে রাস্তায় নামতে শুরু করে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আরও বেশি করে ময়দানে নামে। সরকারি নির্দেশ উপেক্ষা করে প্রচার, বৈঠক এই সমস্ত কিছু করতে দেখা যায় তৃণমূল থেকে বিজেপি প্রতিটি রাজনৈতিক দলকেই।

আর এই পরিস্থিতিতে এবার করোনা ভাইরাসের দাপটের মধ্যেই কেন এভাবে বৈঠক করছেন শাসক দলের হেভিওয়েট মন্ত্রীরা, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সদ্য করোনা জয় করে আসা শিলিগুড়ি পৌরসভার প্রশাসক সিপিএমের অশোক রঞ্জন ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা তৃণমূলের রঞ্জন সরকারের পক্ষ থেকে করোনা জয়ীদের জন্য একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ব্যাপক পরিমাণে ভিড় তৈরি হয়েছিল।

এছাড়াও উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি বৈঠক ডেকেছিলেন ওএসডি সুশান্ত রায়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক কর্তাব্যক্তিরা।অন্যদিকে মঙ্গলবার উত্তরবঙ্গে এসে নানা মিটিং করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব এবং মলয় ঘটক। আর ভাইরাসের যখন উর্ধ্বমুখী, ঠিক তখনই কেন এইভাবে জনসমাগম করে বৈঠক হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন শিলিগুড়ি পৌরসভার প্রাক্তন মেয়র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন অশোক রঞ্জন ভট্টাচার্য একটি বার্তা দিয়ে লেখেন, “বিধি অনুযায়ী এসব সমাবেশে উপস্থিত হওয়ায় যাদের কোয়ারেন্টাইনে যাওয়ার কথা, তারা কি আদৌ গিয়েছেন! সভা, বৈঠকের উদ্দেশ্য কি করোনা মোকাবিলা নাকি রাজনৈতিক! কলকাতা থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতাদের সঙ্গে বৈঠক করে করোনা মোকাবিলার থেকে রাজনীতিটা বেশি ছিল বলে মনে হয়েছে। এভাবে শিলিগুড়িতে করোনা মোকাবিলা করা যাবে না। এখন কলকাতা থেকে অন্তত 25 জন ডাক্তারের একটি টিম উত্তরবঙ্গে পাঠানো দরকার।”

পাশাপাশি তিনি আরও বলেন, “এখন রাজনীতি নয়, মানুষ চিকিৎসা ও সেবা চায়।” বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে অশোক ভট্টাচার্যের এই বার্তা সত্যি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা আনলক শুরু হবার পর থেকেই যেভাবে সকলে রাস্তায় নেমেছেন, তাতে করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে শিলিগুড়িতে। যা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। তাই এই অবস্থায় যাতে সামাজিক দূরত্ব পালন করা যায় এবং জনসমাগম না হয়, তার জন্য রীতিমতো শাসকদলের যে সমস্ত নেতা এবং মন্ত্রীরা জনসমাগম করছে, তাদের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলকে চাপে ফেলে দিলেন সিপিএমের অশোক রঞ্জন ভট্টাচার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!