এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা জয় করেও বুকের সংক্রমণে গুরুতর অসুস্থ অমিত শাহ ! একরাশ চিন্তা নিয়ে তড়িঘড়ি ভর্তি AIMS- এ

করোনা জয় করেও বুকের সংক্রমণে গুরুতর অসুস্থ অমিত শাহ ! একরাশ চিন্তা নিয়ে তড়িঘড়ি ভর্তি AIMS- এ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২- রা আগস্ট রবিবার দুপুরবেলায় নিজের করোনার রিপোর্ট পজিটিভ আসার কথা সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই প্রসঙ্গে তিনি আরও জানিয়ে ছিলেন যে, তার শরীরে করোনার তেমন কোনো সংক্রমণ ছিলনা, সেইসঙ্গে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, একথা জানিয়ে তিনি আশ্বস্ত করেছিলেন সকলকে।

এরপর গত ১৪ ই আগষ্ট শুক্রবার বিকেল পাঁচটায় নিজের করোনা মুক্তির কথা টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন টুইট করে তিনি লিখেছিলেন,  ” আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সময় আমার এবং আমার পরিবারের পাশে থেকে যাঁরা নিয়মিত সাহস জুগিয়েছেন। আমার স্বাস্থ্যের খবরাখবর নিয়েছেন। তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। আপাতত চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন হোম আইসোলেশনে থাকব।’’

প্রসঙ্গত, যে বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা করান স্বরাষ্ট্র মন্ত্রী , সেই হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের প্রতি তিনি যথেষ্ট কৃতজ্ঞ ছিলেন। তাই কিছুক্ষণ পর আরো একটি টুইট করে তিনি এই হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন তাঁকে করোনা থেকে আরোগ্য প্রদানের জন্য। এভাবে করোনাকে জয় করে, সুস্থ হয়ে বাড়ি ফিরবার পরেও আবার ফুসফুসের সংক্রমণে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুনরায় তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুনরায় বুকে ইনফেকশন ধরা পড়ার কারণে তাঁকে দিল্লির এইমস হাসপাতাল ভর্তি ও চিকিৎসাধীন করা হয়েছে। প্রসঙ্গত গতকাল সোমবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি নিজের সিটিস্ক্যান করিয়েছিলেন। এতে দেখা গেছে তার বুকে একটি ইনফেকশন রয়েছে। আর এর পরেই চিকিৎসকের তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আর চিকিৎসকদের পরামর্শ মেনেই স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে, স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে আশ্বস্ত করে চিকিৎসকরা জানিয়েছেন যে, বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। এইমস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি এইমস অধিকর্তা ও চেস্ট স্পেশালিস্ট ডক্টর রণদীপ গুলেরিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিকিৎসা করছেন । আগামী ২৪ ঘন্টা পর্যন্ত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষনে থাকবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!