এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা জুজুকে বুড়ো আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হচ্ছে জঙ্গলমহল কাপ, চলছে প্রচার

করোনা জুজুকে বুড়ো আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হচ্ছে জঙ্গলমহল কাপ, চলছে প্রচার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি কিন্তু এখনও যথেষ্ট আতঙ্কজনক। সংক্রমণ কিন্তু মোটেই কমার দিকে নেই এই অবস্থায় সাধারণ মানুষ ভুগছে তীব্র আতঙ্কে কিন্তু করণা আতঙ্কে সঙ্গে নিয়েই জঙ্গলমহলের মন জয় করতে উদ্যোগী এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই জঙ্গলমহলের দিকে নজর তৃণমূল নেত্রীর। যদিও 2019 এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের বেশিরভাগ অংশই হাতছাড়া হয়েছে তৃণমূলের। কিন্তু বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলকে ফিরে পেতে নয়া উদ্যোগ এবার তৃণমূল নেত্রীর। আর সে কারণেই এবার জঙ্গলমহলে করোনা বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে শুরু হতে চলেছে জঙ্গলমহল কাপ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় প্রশাসনিক বৈঠক করেছেন। এবং সেই প্রশাসনিক বৈঠক থেকেই নির্দেশ দিয়েছেন জঙ্গলমহল কাপ শুরু করার। সেই পরিপ্রেক্ষিতেই আগামী 23 শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলায় জঙ্গলমহল কাপ প্রতিযোগিতা। সূত্রের খবর, এই জঙ্গলমহল কাপে কবাডি, তীরন্দাজি, ফুটবল, ঝুমুর নৃত্য সহ বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা হবে। মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম সহ বেশকিছু মাঠে এই টুর্নামেন্টগুলি দেখা যাবে। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে জোরকদমে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, করোনা বিধিনিষেধ মেনে সব রকমের সুরক্ষার বন্দোবস্ত করে তবেই জঙ্গলমহল কাপ শুরু হতে চলেছে।

শুক্রবার সকাল থেকেই মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে জাগলিং এর মাধ্যমে জঙ্গলমহল কাপের প্রচার শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসন। জাগলিং করেছেন হাওড়া দাসনগর এর বাসিন্দা প্রসেনজিৎ মাইতি এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুশল ঘোষ নিজে উপস্থিত থেকে জঙ্গলমহল কাপের প্রচার অভিযানের সূচনা করেছেন বলে জানা গেছে। সূত্রের খবর, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের বিভিন্ন থানা থেকে প্রায় চারশোর বেশি ক্লাব অংশগ্রহণ করবে। প্রসঙ্গত, তৃণমূল সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই জঙ্গলমহলের যুবক-যুবতীদের খেলাধুলায় উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রতিবছর সে কারণেই জঙ্গলমহল কাপের আয়োজন করা হয়। প্রথমে জঙ্গলমহলের থানা এলাকায় প্রতিযোগিতা হয়। তারপর জেলাস্তরে এবং মূল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই প্রতিযোগিতায় বিজয়ীদের কাছে সুযোগ মেলে পুলিশের কাজে যুক্ত হওয়ার। এছাড়াও প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসে নতুন নতুন প্রতিভা। অন্যদিকে জঙ্গলমহল কাপ প্রতিযোগিতার প্রচারে বিভিন্ন মাধ্যমকে বেছে নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ আধিকারিক জানিয়েছেন, 23 শে নভেম্বর থেকে জঙ্গলমহল কাপ শুরু হতে চলেছে এবং জাগলিংয়ের মাধ্যমে প্রচার শুরু হয়েছে।

ভবিষ্যতে বাউল এবং রণপা এর মাধ্যমেও প্রচার চালানো হবে বলে খবর। এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা বিভাগ থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলের মন পেতে উঠে-পড়ে লেগেছেন তৃণমূলনেত্রী আর সেকারণেই করোনার মত মারাত্মক পরিস্থিতি সত্বেও জঙ্গলমহল কাপ প্রতিযোগিতা সফল করতে উঠেপড়ে লেগেছে রাজ্য সরকার।

অন্যদিকে বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, করোনা আবহের মধ্যে কিভাবে এই ব্যাপক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? প্রতিযোগিতা হলেই খুব স্বাভাবিকভাবেই সেখানে জনসমাগম হবে। আর তার ফলে করোনা সংক্রমণ ছড়ানোর প্রভূত আশঙ্কা। কিন্তু করোনা আশংকাকে উড়িয়ে দিয়ে ইতিমধ্যে জঙ্গলমহল কাপের প্রচার শুরু হয়ে গিয়েছে জোরকদমে। আর এই জঙ্গলমহল কাপের সাথে 2021 এর বিধানসভা নির্বাচনের যে ওতপ্রোত যোগসুত্র রয়েছে, সে কথা চোখ বন্ধ করেই বলা যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!