এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা কালে (Coronavirus) ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত শিক্ষাদপ্তরের জেনে নিন

করোনা কালে (Coronavirus) ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত শিক্ষাদপ্তরের জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ আছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। ফলে ব্যাহত হচ্ছে পড়াশোনা। এদিকে প্রতিবছর ফেব্রুয়ারি-মার্চ মাসে নেয়া হয়ে থাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর এই পরীক্ষাগুলো সময়মতো হতে পারবে কিনা? সে বিষয়ে সংশয় রয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হলো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই এবছর সিলেবাসে কাটছাঁট করা হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে নেওয়া হবে? সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এ বছরের মার্চ মাস থেকে করোনা সংক্রমনের কারণে রাজ্যর শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ করে দেয়া হয়েছিল। এর ফলে উচ্চমাধ্যমিকের সবগুলো পরীক্ষা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। এখনো রাজ্যে করোনা সংক্রমণ ব্যাপকভাবে চলছে। এই কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি এখনো বন্ধ রয়েছে। স্নাতক স্তরের পরীক্ষাগুলো বাড়িতে বসেই দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

এসব কারণে ব্যাপক সমস্যায় পড়েছে রাজ্যের পড়ুয়ারা। সবচেয়ে বেশি সমস্যা এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। করোনা সংক্রমনের কারণে যথাসময়ে পরীক্ষা হবে কিনা? তা নিয়ে দানা বাঁধছে সংশয়। করোনা সংক্রমনের পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কিভাবে নেয়া হবে? তা নিয়ে দুশ্চিন্তা আছে পরীক্ষার্থীদের। অনেকে প্রশ্ন করেছে যে, এ বছর আদৌ কি পরীক্ষা হবে? তবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ইতিপূর্বে জানিয়েছিলেন যে, দেরিতে হলেও পরীক্ষা নেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে পরীক্ষার্থীদের মনে প্রশ্ন এসেছিল যে, সিলেবাস কি এবারেও একই রাখা হবে? আজ বুধবার সেই প্রশ্নের উত্তর দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা মন্ত্রী বলেছেন, ” ২০২১-এর মাধ্যমিকে ৩০ শতাংশ সিলেবাস বাদ দেওয়া হবে। উচ্চমাধ্যমিকে বাদ ৩৫ শতাংশ সিলেবাস।” শিক্ষামন্ত্রীর এই ঘোষণা রাজ্যের পরীক্ষার্থীদের যথেষ্ট স্বস্তি দিয়েছে। কারণ, স্কুল বন্ধ থাকায় যথেষ্টভাবে ব্যাহত হয়েছে পড়াশোনা।

তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে নেওয়া হবে? এ সম্পর্কে কিছু জানাননি শিক্ষা মন্ত্রী। তবে, এ বিষয়ে মুখ্যমন্ত্রী ইতিপূর্বে জানিয়েছিলেন যে, অবস্থা যেমন তাতে প্রতিবারের মত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা? তা পরিস্থিতির দিকে লক্ষ রেখে জানানো হবে। পরবর্তীকালে পরীক্ষার কথা জানাবে শিক্ষাদপ্তর। তবে পরীক্ষার্থীরা অনুমান করছে, এবারে কিছুটা হলেও পরীক্ষা পিছিয়ে যাবার সম্ভাবনা আছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!