এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা সংক্রমণ কালে হজযাত্রা নিয়ে বিশেষ সিদ্ধান্ত সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের

করোনা সংক্রমণ কালে হজযাত্রা নিয়ে বিশেষ সিদ্ধান্ত সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে গত বছর সৌদি আরবে গিয়ে হজ যাত্রা বন্ধ ছিল। এ বছরও করোনা সংক্রমণ থাকার কারণে বিদেশ থেকে কোন মানুষকে হজযাত্রার অনুমতি দিলো না সৌদি আরব। এ কারণে গত বছরের মতো এবারও হজ যাত্রা বাতিল করা হয়েছে। সম্প্রতি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ হজ কমিটি দেশ থেকে হজযাত্রা বাতিল করার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, গতবছর করোনা সংক্রমনের কারণে হজযাত্রা বন্ধ ছিল। গত বছর কোন বিদেশিকে হজযাত্রার অনুমতি দেয়নি সৌদি আরব। শুধু সেদেশের নাগরিককে কঠোর নিয়ম বিধি মেনে হজযাত্রার অনুমতি দেয়া হয়েছিল। এবারও করোনা সংক্রমণ থাকার কারণে হজযাত্রায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার মাত্র ১৪৪২ জন মানুষ হজযাত্রা করতে পারবেন। আর তাদের অবশ্যই সৌদি আরবের নাগরিক হতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিদেশ থেকে কেউ হজযাত্রার উদ্দেশ্যে সৌদি আরবে যেতে পারবেন না। একাধিক কঠোর বিধিনিষেধ পালন করে তবেই হজযাত্রার অনুমতি দেয়া হবে। সৌদি আরব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১৮ বছর থেকে শুরু করে ৬৫ বছর পর্যন্ত ব্যক্তিদের হজযাত্রার অনুমতি দেয়া হবে। তবে, শুধুমাত্র করোনার ভ্যাকসিন নেওয়া থাকলেই হজযাত্রার অনুমতি পাওয়া যাবে।

আর বিদেশের কোন ব্যক্তি এবার হজ যাত্রা করতে পারবে না। সৌদি আরবের এই নির্দেশের পরেই সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ হজ কমিটি এবারের হজযাত্রার সমস্ত আবেদন বাতিল করে দিয়েছে। গত বছরের মতো এ বছরও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হজযাত্রাতে বাধ সাধলো মারণব্যাধি করোনা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!