এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনাকালেও মোদী-ম্যাজিক অব্যাহত! প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিল WHO!

করোনাকালেও মোদী-ম্যাজিক অব্যাহত! প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিল WHO!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ শুরু হলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘আরোগ্য সেতু’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যে, গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে। এই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার করোনা পরিস্থিতি জানতে অনেকটা সুবিধা হয়। কেন্দ্রের এই অ্যাপটির বিশেষ প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি দেশে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেছেন ১৫ কোটি মানুষ। করোনা প্রবণ এলাকা গুলি চিহ্নিত করতে বিশেষ ভাবে সাহায্য করছে এই আরোগ্য সেতু অ্যাপ। এর মাধ্যমে সহজেই এলাকার করোনা চিত্র জানা সম্ভব। এই অ্যাপ ব্যবহারকারীরা তাদের ১ থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে কোন করোনা রোগী আছেন কিনা, সে ব্যাপারে জানতে পারেন।

এছাড়াও করোনা বিষয়ে বিভিন্ন রকম তথ্য এই অ্যাপের মাধ্যমে পাওয়া যায়। প্রসঙ্গত আরোগ্য সেতু অ্যাপ এর মাধ্যমে করোনা সংক্রামিত এলাকাগুলি সহজভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে নগর ও জনসাস্থ বিভাগের। করোনা সংক্রামিত এলাকাগুলি সনাক্ত করা, ক্লাস্টার জোন দেখা, এরপর করোনা প্রতিরোধের দ্রুত পদক্ষেপ গ্রহণ, করোনা পরীক্ষার বৃদ্ধি সবকিছুই সহজ হয়েছে এর ব্যবহারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি , বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকর্তা টেড্রোজ আধানম ঘেব্রিয়েসুস কেন্দ্রীয় সরকারের আরোগ্য সেতু অ্যাপ এর বিশেষ প্রশংসা করলেন। এ সম্পর্কে তিনি জানালেন যে, এই অ্যাপটির মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সহজেই করোনা প্রবণ এলাকাগুলি চিহ্নিত করা সম্ভব হয়। এর মাধ্যমে দ্রুত করোনা প্রবন এলাকাগুলি চিহ্নিত করে যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেওয়া সম্ভব হয় স্বাস্থ্যমন্ত্র দপ্তরের পক্ষে।

বস্তুত, করোনা মোকাবেলায় ভারত সরকার নির্মিত আরোগ্য সেতু অ্যাপ বিশেষ কার্যকরী ভূমিকা পালন করছে বলে তাঁর অভিমত। আরোগ্য সেতু অ্যাপ এর প্রশংসার সঙ্গে সঙ্গে করোনার ভ্যাকসিন এর বিষয়েও জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকর্তা টেড্রোজ আধানম ঘেব্রিয়েসুস। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ” করোনার ভ্যাকসিন তৈরির কাজ চলছে। কোনও ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হওয়া গেলেই সব দেশগুলিকে তা বণ্টনের ব্যাপারে তত্‍পরতা নেওয়া হবে।”

তাঁর মতামত, করোনার ভ্যাকসিন কখন বের হবে তার জন্য অপেক্ষা না করে করোনা মোকাবেলায় যে চিকিৎসা ব্যবস্থা গুলি রয়েছে তার উপযুক্ত ব্যবহার করা প্রয়োজন। ভ্যাকসিনের জন্য বসে না থেকে, চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণের নিদান নিলেন তিনি। বস্তুত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এভাবে ‘আরোগ্য সেতু’ অ্যাপ এর ভূয়সী প্রসংসার ফলে করোনা কালে আরও একটি বিশেষ মর্যাদা লাভ হলো কেন্দ্র সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!