এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একযোগে করোনা আক্রান্ত হেভিওয়েট মন্ত্রী ও প্রভাবশালী বিধায়ক! চিন্তা বাড়ছে তৃণমূল পরিবারে

একযোগে করোনা আক্রান্ত হেভিওয়েট মন্ত্রী ও প্রভাবশালী বিধায়ক! চিন্তা বাড়ছে তৃণমূল পরিবারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে তীব্র ভাবে বাড়ছে করোনার সংক্রমণ। সম্প্রতি রাজ্যের মোট করোনা সংক্রমণ ৩ লক্ষের গন্ডি অতিক্রম করেছে। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ। তবে করোনায় মৃত্যু ঘটেছে প্রায় ৬ হাজার মানুষের। করোনার সংক্রমণের শিকার যে শুধু সাধারণ মানুষ হচ্ছেন তাই নয়, সমাজের মান্যগণ্য ব্যক্তিরাও এর কবলে পড়ছেন। রাজ্যের রাজনৈতিক মহলে তার বহুল থাবা বিস্তার করেছে করোনা। রাজ্যের শাসক ও বিরোধী দলের বেশ কিছু নেতা-মন্ত্রী তথা সদস্য করোনা সংক্রমিত হয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হলেন হাওড়া জেলার দুজন তৃণমূল বিধায়ক। যাদের মধ্যে একজন হচ্ছেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি ও অপরজন হলেন তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডল।

সম্প্রতি শাসক দলের কিছু বেশ কিছু নেতা মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। যাদের মধ্যে আছেন দমকল মন্ত্রী সুজিত বসু, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ সহ আরও অনেকে। তবে এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু করোনা আক্রান্ত মৃত্যু ঘটেছে তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষের। পশ্চিমবঙ্গ শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। করোনা সন্দেহে তাঁর স্যাম্পেল টেস্ট করানো হয়েছিল। গতকাল শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর গতকাল রাতেই তাঁকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে তিনি ভর্তি আছেন তিনি। সর্বদাই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। কলকাতা মেডিকেল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মন্ত্রীর শরীরে সামান্য জ্বর ও শ্বাসকষ্টর সমস্যা রয়েছে। প্রসঙ্গত, বেশকিছু ধরেই অসুস্থ ছিলেন মন্ত্রী। কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে তিনি তাঁর করোনা পরীক্ষা করিয়ে ছিলেন। আবার গত মাসে তাঁর ব্রেনস্ট্রোক হয়েছিল। অনেকদিন তিনি ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। অল্প কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। এবার তিনি করোনা আক্রান্ত হয়ে মেডিকেল কলেজের ভিআইপি কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

অন্যদিকে, তৃণমূল বিধায়ক কালিপদ মণ্ডলের গত শুক্রবারে অল্প জ্বর এসেছিল। দেরি না করে তিনি করোনা পরীক্ষা করান। গতকাল শনিবারে তাঁর রিপোর্ট আসে। সেখানে দেখা যায় যে, তিনিও করোনা আক্রান্ত। তবে সমস্যা তেমন না থাকায়, চিকিৎসকদের পর্যবেক্ষনে থেকে নিজের বাড়িতেই আইসোলেশন নিয়েছেন তিনি।

সম্প্রতি দুর্গাপূজার দোরগোড়ায় রাজ্যে করোনার সংক্রমণ ব্যাপকহারে বাড়ছে। রাজ্যে করোনার এই বর্ধিত সংক্রমণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকেই। পুজোর পর করোনা সংক্রমণ আরও ব্যাপক হতে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন। এজন্যেই বেশ কিছু চিকিৎসক রাজ্য সরকারের কাছে এবারের পূজার অনুষ্ঠান কাটছাঁট করার আবেদন জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!