এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনাকে “মহামারী” বলে ঘোষণা মোদীর, সচেতনতার কথা বলে নিয়ম মানার দাওয়াই!

করোনাকে “মহামারী” বলে ঘোষণা মোদীর, সচেতনতার কথা বলে নিয়ম মানার দাওয়াই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2020 সাল থেকে করোনা মহামারীর বিধ্বস্ত করে দিয়েছে গোটা দেশকে। গৃহবন্দী থেকেও যে দেশকে রক্ষা করা যায়, মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা যায়, তা হয়ত শিখিয়ে দিয়েছে এই করোনা ভাইরাস। তবে করোনাভাইরাস এর প্রথম ঢেউয়ের পর ধীরে ধীরে তা যখন মিলিয়ে যেতে শুরু করেছিল তখন সচল হতে শুরু করেছিল গোটা দেশ। ভয়াবহ এই নতুন মহামারী আটকাতে চালু করা হয়েছিল ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের আগে সেই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে না হতেই আবার করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত আছড়ে পড়ে। প্রথম দেবের থেকে তারক ভয়ানক বলে দাবি করতে শুরু করেন বিশেষজ্ঞরা‌।

আর এই পরিস্থিতিতে পরপর দুই বছর করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে শুরু করেছে ভারতবর্ষ। তবে বর্তমানে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ার ওপর জোর দেওয়ার কারণে ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। আর এই পরিস্থিতিতে গত 100 বছরে এই রকম মহামারি যে হয়নি, তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনা ভাইরাসকে বড় মহামারী হিসেবে ঘোষণা করার পাশাপাশি সকলকে সচেতনতা পালন করার বার্তা দিতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গত 100 বছরে করোনা সব থেকে বড় মহামারী। আধুনিক বিশ্বে এরকম মহামারী কেউ দেখেনি। একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করছে। করোনা আটকাতে করে সকলকে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। ভ্যাকসিন হল আমাদের সুরক্ষা কবচ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা নিচের দিকে নামতে শুরু করলে এখনও যে সচেতনতা ভেঙে স্বাভাবিক নিয়মে চলাচল করার সময় আসেনি, তা কার্যত মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে বলছেন, তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। তাই দ্বিতীয় ঢেউ সম্পূর্ণরূপে বিলীন না হওয়া পর্যন্ত কেউ যাতে সচেতনতার বাইরে না বের হন, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, শেষ কবে এরকম ভাইরাসের উৎপত্তি হয়েছিল, বা তা মহামারীর আকার নিয়েছিল, তা মনে করতে পারছেন না কেউই। করোনা মহামারী ভারতবর্ষকে এক অন্যরূপ দেখিয়ে দিয়েছে। গৃহবন্দী করে দিয়েছে সাধারন মানুষকে। দূরত্ব অবলম্বন করতে শিখিয়েছে এই ভাইরাস। বার্তা দিয়েছে সচেতনতা। তাই এই পরিস্থিতিতে গত 100 বছরে এরকম ভাইরাস যে আসেনি, তা কার্যত স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতনতার বার্তা দিলেন তিনি। পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার উপরে জোর দিয়ে করোনাকে দূরীভূত করার বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!