এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা কি ক্রমশ মানুষকে করে তুলছে ঘরকুনো? চাঞ্চল্যকর বিষয় উঠে আসছে নতুন সমীক্ষার রিপোর্টে

করোনা কি ক্রমশ মানুষকে করে তুলছে ঘরকুনো? চাঞ্চল্যকর বিষয় উঠে আসছে নতুন সমীক্ষার রিপোর্টে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাত্রাকে অনেকটাই বদলে দিয়েছে করোনা মহামারী। এক বছরেরও বেশি সময় ধরে পৃথিবীজুড়ে দাপট দেখাচ্ছে অতিমারী করোনা। করোনা সংক্রমনের কারণে বদল এসেছে জীবনযাত্রায়। মানুষের বাইরে যাবার প্রবণতা যেমন অনেকটা কমে এসেছে, তেমনি কমে এসেছে আমোদ-প্রমোদের পরিমাণ। মাস্ক হয়েছে সর্বক্ষণের সঙ্গী, সেইসঙ্গে ব্যাপকভাবে স্যানিটাইজারের ব্যবহার শুরু হয়েছে। এদিকে করোনা সংক্রমনের কারণে বহু মানুষ ওয়ার্ক ফ্রম হোম করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই পরবর্তীতে অফিসে গিয়ে কাজ করতে অনেকেই আপত্তি করতে শুরু করেছেন।

ইউরোপের একাধিক দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে যে, করোনার প্রকোপ কিছুটা কমে গেলেও, অফিসে গিয়ে কাজ করতে অনেকেই আপত্তি করছেন। ওয়ার্ক ফ্রম হোমের পরিবর্তে অফিসে গিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হলে, অনেকে কাজ ছেড়ে দেবার ইচ্ছাও প্রকাশ করেছেন। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রতে এ বিষয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। যেখানে দেখা যাচ্ছে যে, বাড়ির পরিবর্তে অফিসে গিয়ে কাজ করতে বলায় ১০০০ জনের মধ্যে ৩৯ জন একেবারে চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া অনেকেই এ বিষয়ে আপত্তি করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অফিস কর্মীদের মধ্যে অনেকই জানাচ্ছেন যে, বাড়ি থেকে তারা যদি কাজ করেন, তবে তাতে কাজেরতো কোন সমস্যা হচ্ছে না। বাড়ি থেকে কাজ করতে পারলে, যাতায়াতের খরচা থাকে না। তাই অনেক পয়সা বেঁচে যায়। এ কারণেই তারা বাড়ি থেকে কাজ করতে ইচ্ছুক। অনেকে বলছেন যে, কাজ করার যদি মানসিকতা থাকে, তবে পৃথিবীর যেকোন প্রান্তে বসেই কাজ করা সম্ভব।

কিন্তু অফিস কর্তৃপক্ষ অনেক সময় কর্মীদের এই দাবি মেনে নিতে ইচ্ছুক নন। অফিস কর্তৃপক্ষ এ ক্ষেত্রে জানাচ্ছেন যে, অফিসে গিয়ে কাজ করলে যে পরিবেশ তৈরী হতে পারে, বাড়িতে বসে কাজ করলে তার সুযোগ একেবারেই নেই। সকলে মিলে এক জায়গায় যদি কাজ করা যায়, তবে তাতে যে ঐক্য গড়ে ওঠা সম্ভব, বাড়িতে বসে একাকি কাজ করলে তার সম্ভাবনা থাকেনা।

করোনার তীব্র সংক্রমনের সময় বাড়িতে বসিয়ে কাজ করানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না কর্তৃপক্ষের। কিন্তু সংক্রমণ কমে এলে, আবার কর্মীদের অফিসে বসিয়েই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন একাধিক অফিস কর্তৃপক্ষ। আর তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে বেশকিছু কর্মচারীদের। অনেকে কাজ ছেড়ে দেবার ইচ্ছাও প্রকাশ করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!