এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনাকে রুখতে লকডাউনই শ্রেষ্ঠ পথ, ফের বোঝালো বিশ্ব স্বাস্থ্যসংস্থা!

করোনাকে রুখতে লকডাউনই শ্রেষ্ঠ পথ, ফের বোঝালো বিশ্ব স্বাস্থ্যসংস্থা!

বর্তমানে করোনা ভাইরাসকে আটকাতে মানুষে মানুষে যাতে সংস্পর্শ না হয়, তার জন্য টানা 21 দিন লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর 21 দিন গৃহবন্দী হয়ে থাকতে সাধারণ মানুষের যে কতটা কষ্ট, তা তারা উপলব্ধি করছেন ঠিকই। এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ না করেই দেশ লকডাউন করে দেওয়া হয়েছে বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে।

কিন্তু তা সত্ত্বেও করোনাকে আটকাতে লকডাউনই যে সব থেকে শ্রেষ্ঠ পথ, তা বারবার উঠে এসেছে কেন্দ্রের গলায়। আর এবার সমালোচকদের লকডাউন বিরোধী মন্তব্যকে দূরে ঠেলে দিয়ে কেন্দ্রীয় সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

সূত্রের খবর, এদিন হু এর বিশেষ কোভিড ১৯ দূত ডেভিড নাবারো বলেন, “ভারত বহুবার নজির সৃষ্টি করেছে। এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তথ্য ও বার্তা পৌঁছে গিয়েছে পঞ্চায়েত স্তরে। যেটা অত্যন্ত কার্যকর। আমি এমন বিজ্ঞাপন দেখেছি যেখানে অমিতাভ বচ্চন বলছেন, কি করা উচিত। ভারত খুব পদক্ষেপ গ্রহণ করছে।” কিন্তু এই 21 দিনের লকডাউনের পর আবার কি লকডাউন দরকার?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সেই ডেভিড নাবারো বলেন, “যেসব হটস্পট রয়েছে, সেগুলোর তথ্য, পরিসংখ্যান বিশ্লেষণ করে সরকার ব্যবস্থা নিতে পারে। হটস্পটগুলোকে বাদ দিয়ে বাকি এলাকায় লকডাউন তুলে নিতে পারে। লকডাউনের সময় বাড়ালে দুর্গতি বাড়বে। কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যেটা দরকার, সরকারের সেটাই করা উচিত।” এদিকে গোটা বিশ্বের বিভিন্ন দেশ এই করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার পেছনে চীনের হাত রয়েছে বলে দাবি করলেও, এদিন সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি এই বিশেষজ্ঞ।

তিনি বলেন, “ইতিহাস যখন লেখা হবে তখন আমরা খতিয়ে দেখব, কত তাড়াতাড়ি এই অতিমারি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। সময় আসবে, তখন আমরা খতিয়ে দেখব, কিভাবে এটা শুরু হল এবং সেই অনুযায়ী দায়বদ্ধতা নির্দিষ্ট করব। এটা সেই সময় নয়, সারা বিশ্বের অন্য নেতাদের আমি সেই কথাই বলব। এটা এমন একটা সময়, যখন আমাদের সবার কর্তব্য, অভিযোগ ও দোষারোপের ঊর্ধ্বে উঠে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে।” সব মিলিয়ে করোনাকে আটকাতে ভারতের লকডাউনের পথই যে শ্রেষ্ট পথ, তা কার্যত স্পষ্ট হয়ে গেল হু এর বিশেষজ্ঞের গলায়‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!