এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা লড়াই জারি রাখতে কেন্দ্রের কাছে অর্থের আবেদন মুখ্যমন্ত্রীর

করোনা লড়াই জারি রাখতে কেন্দ্রের কাছে অর্থের আবেদন মুখ্যমন্ত্রীর


করোনা সংক্রমণের অনেক আগে থেকেই রাজ্য সরকার কেন্দ্রের কাছে বকেয়া মেটানোর দাবি জানিয়ে আসছে। আগে থেকেই আশংকা ছিল করোনার সংক্রমণ আটকাতে 21 দিনের লকডাউন এর জেরে সারাদেশ তথা রাজ্যগুলি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এই মুহূর্তে সমস্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে লকডাউনের জেরে। সংকট এড়াতে দেশ ও রাজ্যের ক্ষতি মেনে নিয়েই দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা একযোগে লকডাউন সমর্থন করেছেন। এই অবস্থায় এবার করোনা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। আর এই অবস্থা থেকে উঠে দাঁড়ানোর জন্য এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে 25 হাজার কোটি টাকা অনুদানের আবেদন জানালেন।

সূত্রের খবর, এই মর্মে তিনি কেন্দ্রীয় সরকারকে একটি চিঠিও লিখেছেন। রাজ্যের সমস্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার দরুণ রাজ্যের আর্থিক অবস্থা যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। আপাতত লক্ষ্য, লকডাউনের 21 দিন কাটানো, যার মধ্যে ৭ দিন অতিবাহিত করা হয়ে গেছে। কিন্তু তারপরে পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে আশঙ্কিত রাজ্য সরকার। আপাতত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম মেনেই রাজ্যকে 25 হাজার কোটি টাকা দেওয়া হোক বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

জানা গেছে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি লিখেছেন, তাতে লেখা আছে- ”সব ধরনের ব্যবসা বন্ধ থাকায় বস্তুত কোনও আয়ই হচ্ছে না রাজ্য সরকারের। তদসত্ত্বেও সরকারি কর্মীদের বেতন, মজুরি ও পেনশন দেওয়া হয়েছে। যদিও দেশের অনেক রাজ্যই তা করতে পারেনি। বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়েও চালাতে পেরেছি। কিন্তু এখন ভবিষ্যত অনিশ্চিত। এর পাশাপাশি কন্যাসন্তান, পড়ুয়া, কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, প্রান্তিক শ্রেণি, সংখ্যালঘু, তপসিলি জাতি-উপজাতিদের প্রতি আমরা দায়বদ্ধ। এই কঠিন সময়ে ৯ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী তাঁর লেখা চিঠিতে আরো নথিভুক্ত করেছেন, করোনা ভাইরাস আসার আগেই রাজ্যের পাওনা ইতিমধ্যেই 11 হাজার কোটি টাকা কমিয়ে দিয়েছে ভারত সরকার। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের কাছে এই মুহূর্তে রাজ্যের পাওনা 36 হাজার কোটি টাকা। অন্যদিকে, রাজ্যের অর্থমন্ত্রীও এই দুর্বিষহ পরিস্থিতে কেন্দ্রের কাছে রাজ্যের ঋণ মকুব করার আবেদন জানিয়েছেন। রাজ্যের অর্থমন্ত্রীর সাথে সাথে মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় সরকারের কাছে একই আবেদন করেছেন বলে জানা গেছে। করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য অর্থাভাবে উপযুক্ত প্রয়োজনীয় জিনিস কেনা যাচ্ছে না। তাই যুক্তরাষ্ট্র কাঠামো অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যকে ন্যূনতম 25 হাজার কোটি টাকা দেওয়া হোক বলে দাবী করলেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে, করোনা মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার। সীমিত ক্ষমতা নিয়েই করোনার বিরুদ্ধে লড়াই জারি করে রেখেছে রাজ্য সরকার। এই লড়াই করতে প্রচুর টাকার প্রয়োজন, তাই রাজ্যের বকেয়া টাকা মেটানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে বলে জানা গেছে। সূত্রের খবর, ইতিমধ্যে বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া 36 হাজার কোটি টাকা রয়েছে। এবার মুখ্যমন্ত্রীর চিঠির ভিত্তিতে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয়, সে দিকেই নজর থাকবে এই রাজ্যের ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!