এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর পরিবারে এবার করোনা হামলা, জোর শোরগোল!

রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর পরিবারে এবার করোনা হামলা, জোর শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গুটি গুটি পায়ে এগোতে এগোতে এখন করোনা ভাইরাস রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ মানুষদের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে শুরু করে জনপ্রতিনিধিদের শরীরে এখন এই ভাইরাস হানা দিতে শুরু করেছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। সকলকে সচেতন থাকার নির্দেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা‌।

আশঙ্কা করা হচ্ছে, ইতিমধ্যেই রাজ্যে করোনা ভাইরাস গোষ্ঠী সংক্রমনের আকার ধারণ করেছে। আর তাই এবার আর হেভিওয়েট মন্ত্রী বা জনপ্রতিনিধিরা নন, তাদের পরিবারের সদস্যদের শরীরেও বাসা বাঁধতে শুরু করেছে করোনা ভাইরাস। জানা গেছে, কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার এই মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে বাড়িতেই চিকিৎসা চলছে তার।তবে এখন তিনি কিছুটা হলেও সুস্থ বলে জানিয়েছেন এই তৃণমূল নেতা। এদিন তিনি ফেসবুক পোস্টে লেখেন, “আপাতত আমি ভালো আছি। তবে দুর্বলতাকে কাটেনি। আশা করি, আমি শীঘ্রই এই যুদ্ধে জয় করতে পারব এবং কোভিড যোদ্ধা হিসেবে বিজয়ী হিসেবে বের করতে পারব। আমার আরোগ্য কামনা করে আত্মীয় বন্ধুরা যে সর্বদা প্রার্থনা করছেন, তার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের সহধর্মিনী করোনা ভাইরাসে আক্রান্ত সুপ্তী পান্ডে। স্বাভাবিকভাবেই একের পর এক নেতা, মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের শরীরে এই ভাইরাস আক্রমন করায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন পরিস্থিতির শিকার হওয়ার পর নেতা-মন্ত্রীরা রাজনৈতিক কর্মসূচি করতে পথে নেমেছেন। তার ফলে তাদের অনেকের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস।

আর তারা যেহেতু বাড়ির সদস্য-সদস্যাদের সঙ্গে মিশেছেন, তাদের পরিবারের অনেকের শরীরে এখন এই ভাইরাস হানা দিতে শুরু করেছে। যার ফলে ক্রমশ বাংলা জুড়ে গোষ্ঠী সংক্রমনের নিতে শুরু করেছে করোনা ভাইরাস। সব মিলিয়ে এখন সচেতনতা পালন করা ছাড়া কারোর কাছেই কোনো উপায় নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!