এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বড় সিদ্ধান্ত মমতার! মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে সরিয়ে দিতেই তীব্র গুঞ্জন শুরু

করোনা আবহে বড় সিদ্ধান্ত মমতার! মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে সরিয়ে দিতেই তীব্র গুঞ্জন শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাস যখন রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে, ঠিক তখনই রাজ্যের অন্যতম করোনা হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষকে আচমকা বদলি করে দেওয়া হল। জানা গেছে, কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ মঞ্জুশ্রী রায়কে সরিয়ে সেই পদে আনা হয়েছে এসএসকেএমের প্রাক্তন অধিকর্তা মঞ্জু বন্দ্যোপাধ্যায়কে।

কিন্তু হঠাৎ করে কেন এই বদলি, এখন তা নিয়ে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে গোটা রাজ্যে। অনেকে বলছেন, মঞ্জুশ্রী রায় ঠিকমত তার দায়িত্ব পালন না করানোর জন্যই তাকে সরিয়ে দেওয়া হল। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে যত দিন যাচ্ছে, তত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর এই অবস্থায় অধ্যক্ষ বদলের ঘটনা নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের। কিন্তু মঞ্জুশ্রী রায়কে সরিয়ে যে মঞ্জু বন্দ্যোপাধ্যায়কে এই পদে বসানো হল, তিনি কি সঠিক ভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, এনআরএস কাণ্ডের পরবর্তী সময়ে সারা রাজ্যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তৈরি হয়েছিল, তখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রধান মঞ্জুদেবী কড়া ভূমিকা গ্রহণ করেছিলেন। তাই তাকে দায়িত্ব দিয়ে মেডিকেল কলেজের সকল স্তরে বার্তা পাঠানোর চেষ্টা করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। কিন্তু হঠাৎ করে মঞ্জুশ্রী রায়কে কেন সরিয়ে দেওয়া হল? প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কলকাতা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানের সঙ্গে নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই জুনিয়র চিকিৎসকদের পঠন-পাঠন নিয়ে বলতে শুরু করেন মঞ্জুশ্রী রায়।

আর তখনই তাকে থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা কি ভাবছেন, সরকার এসব চিন্তা করেনি! সরকার যখন বলছে, একাডেমিক কেরিয়ারের ক্ষতি হবে না, তো হবে না।” অনেকে বলছেন, প্রায় বিভিন্ন সময়ে মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে নানা অভিযোগ সামনের দিকে উঠে এসেছে। কখনও রোগীরা হাসপাতালের সামনে গিয়ে ছটফট করলেও তাদের ভর্তি না নেওয়া, আবার কখনও বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করা সহ একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল রাজ্যে। আর এই অবস্থায় করোনা পরিস্থিতির মধ্যে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুশ্রী রায়কে সরিয়ে দিয়ে অন্যান্যদের বার্তা দিতে চাইল রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে এই বার্তাই দেওয়ার চেষ্টা করা হল যে, কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না‌। তবে নতুন দায়িত্ব নেওয়া মঞ্জু রায় এখন কতটা সঠিক ভাবে তার দায়িত্ব পালন করতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!