এখন পড়ছেন
হোম > অন্যান্য > শরীর-স্বাস্থ্য > “করোনার ওষুধে” ছেয়ে গেছে বাজার! ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে ভবিষ্যতে বড়সড় বিপদ ডাকতে পারেন

“করোনার ওষুধে” ছেয়ে গেছে বাজার! ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে ভবিষ্যতে বড়সড় বিপদ ডাকতে পারেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সরকারিভাবে এখনো করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়নি। কিন্তু বাজারে এখন করোনার ওষুধ বলে ব্যাপক প্রচার করা হচ্ছে। যার ফলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকারিভাবে এখনো পর্যন্ত করোনা প্রতিষেধক আবিস্কার না হলেও, সেই করোনাকে আটকাতে গিয়ে যেভাবে বিভিন্ন সংস্থা তাদের ওষুধ বাজারে নিয়ে আসছে, তাতে নতুন করে শরীরে রোগ বাসা বাঁধতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, করোনা প্রতিষেধক হিসেবে ট্যাবলেট পিছু 4 টাকা থেকে 100 টাকা দামের ওষুধের ব্যাপক প্রচার করা হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন, এই ওষুধ কোনভাবেই কেউ সেবন করবেন না। তাতে গোদের ওপর বিষফোঁড়া হতে পারে। অভিযোগ, ডিসিসিআই এবং ড্রাগ কন্ট্রোলের নাকের পাশ দিয়ে বিভিন্ন পাইকারি বাজারে প্রেসক্রিপশন ছাড়া এই সমস্ত ওষুধ বিক্রি হচ্ছে। ফলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও, সেই সংস্থাগুলো তাদের ওষুধ বিক্রি করা থেকে সরে আসছে না।

সম্প্রতি এই ব্যাপারে একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। যেখানে দেখা গেছে যে, একটি বহুজাতিক সংস্থা সম্প্রতি করোনার প্রতিষেধক হিসেবে ফেভিপিরাভি গোত্রের অ্যান্টি-ভাইরাল একটি ওষুধ বাজারে এনেছে। যে ওষুধ ত্বক, পাউডার এবং মলমের জন্য বিখ্যাত বলে খবর। কিন্তু এই ওষুধটিকেই করোনা প্রতিষেধক হিসেবে প্রচার করছে তারা। যার দাম 103 টাকা। আর করোনা প্রতিষেধক ওষুধ বাজারে এসেছে একথা শুনেই অনেকে তা নিতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে সেই সংস্থার লাভ হচ্ছে ঠিকই, কিন্তু এই ওষুধ ভক্ষণ করলে যে ভয়াবহ বিপদ নেমে আসতে পারে, তার ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার সুশ্রুত বন্দ্যোপাধ্যায় বলেন, “হাইড্রোক্সিক্লোরোকুইন বাদে এই ওষুধগুলোর একটিও করোনা চিকিৎসার আন্তর্জাতিক প্রোটোকলে অন্তর্ভুক্ত হয়নি। কিছু ক্ষেত্রে সাড়া পাওয়া যাচ্ছে মাত্র। তবে একটিও কোভিড প্রতিষেধক নয়। সাধারণ রোগীদের জন্য তো নয়ই। কোভিড আক্রান্ত হলে চিকিৎসক পরামর্শ দিলে তবেই খাওয়া যেতে পারে।”

একইভাবে বিনা প্রেসক্রাইবডে এই সমস্ত ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ফলে করোনাকে বিদায় জানাতে গিয়ে বিভিন্ন সংস্থার তরফে এই সমস্ত ওষুধ নিয়ে আসায় তাতে নতুন করে বিড়ম্বনা বাড়তে পারে জনসাধারনের বলে মনে করা হচ্ছে।

একাংশের মতে, বিভিন্ন সংস্থা লকডাউন চলার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আর তাই তারা এখন করোনাকে হাতিয়ার করে বিভিন্ন ওষুধকে করোনার ওষুধ বলে প্রচার করে বাজারে নিয়ে আসছে। যার ফলে গোদের ওপর বিষফোঁড়া হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ না নিয়ে কোনোভাবেই যেন কেউ করোনাকে আটকাতে গিয়ে অন্য কোনো ওষুধ ভক্ষণ না করেন। এতে সুবিধের থেকে অসুবিধে আরও বাড়বে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!