এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনায় বিপদের দিনে কোথায় নেতা,মন্ত্রী,সাংসদ,বিধায়ক,কর্মীরা ! প্রশ্ন নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট জনসাধারনের!

করোনায় বিপদের দিনে কোথায় নেতা,মন্ত্রী,সাংসদ,বিধায়ক,কর্মীরা ! প্রশ্ন নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট জনসাধারনের!


কথায় আছে, ভোট বড় বালাই। আর তাইতো ভোটের সময় প্রার্থী পদে লড়াই করা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে দেখা যায়। বছরের অন্যান্য দিনগুলোতে তারা ঠিকমতো মানুষের কাছে সঠিক পরিষেবা না দিলেও, ভোটের আগ দিয়ে সাধারণ জনগণকে যেন নিজেদের পরিবারের আত্মীয় করে নেন নেতারা। তবে করোনা ভাইরাসের ফলে যখন সাধারণের জনজীবন বিপর্যস্ত, যখন গোটা দেশ লকডাউন, ঠিক তখনই সাধারণ মানুষের প্রতি সহযোগিতা করতে এগিয়ে আসবেন রাজনৈতিক দলের নেতারা বলে আশা করেছিলেন সকলেই।

দলমত নির্বিশেষে  অনেক নেতা থেকে মন্ত্রী, সাংসদ থেকে বিধায়ক জেলা প্রশাসনকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতা ভোটের আগে জনদরদি ভাবমূর্তি পালন করেন, তাদের ভূমিকা নিয়ে অনেকেই ওঠাতে শুরু করেছে প্রশ্ন। অনেকেই বলছেন, নেতারা ভোটের আগে বড় বড় কথা বলেন। সাধারণ মানুষের লোক বলে নিজেদের পরিচিত করেন। কিন্তু এখন তো নিজেদের সাধারণ লোকের বন্ধু বলে পরিচয় করার আসল সময়। করোনার ফলে লকডাউনে সাধারণ মানুষের ঘরে এখন নুন আনতে পান্তা ফুরোচ্ছে।কিন্তু এখন কেন নেতাদের সেইভাবে সাধারণের পাশে দেখা যাচ্ছে না!

 

সাধারণের দাবি, কেন সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হতে হচ্ছে, কেন তাদের প্রয়োজনীয় জিনিসের খোঁজ নিয়ে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন না নেতা কর্মীরা। তাহলে তো মানুষ বাইরে বের হয় না খাবার প্রয়োজনীয় জিনিস কিভাবে তাদের কাছে আসবে সেই নিয়ে চিন্তা করতে হয়না। ভোটের সময় তো নেতা কর্মীরা বলেন যে তারা মানুষের সেবার জন্য সব করতে পারেন , যা দরকার বলবেন সব আমরা করে দেব. তাহলে এখন কেন দেখা নেই তাদের। প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আর এই প্রশ্ন কোনো একটি নির্দিষ্ট পার্টির ক্ষেত্রে নয়, রাজ্যের প্রতিটি দলের নেতা নেত্রী, কর্মীদের উদ্দেশ্যে ছুড়ছেন সাধারণ মানুষজন।

একাংশ আবার বলছেন, এই সময় যদি নেতারা অন্তত নিজের নিজের উদ্যোগে সাধারণের পাশে দাঁড়াতেন, তাহলে সাধারণ মানুষের মনে সেই সমস্ত নেতাদের ভোটের সময় অতিসক্রিয়তা নিয়ে প্রশ্নটা কিছুটা হলেও দূরীভূত হত। কিন্তু তা না করে লকডাউনের এই মুহূর্তে যখন গোটা ভারত তথা রাজ্য স্তব্ধ, ঠিক তখন সেই ভোটের সময় জনতার বন্ধু বলে দরজায় দরজায় ঘোরা নেতাদের দেখা না পাওয়ায়, সাধারণ মানুষকে রীতিমতো সরব হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন সাধারণের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে বিদ্বেষমূলক পোস্ট পড়ায় এখন সেই নেতাদের আদৌ হুশ ফেরে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!