এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মহামারীর মধ্যেও বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ বিজেপি নেতা কর্মীদের, অস্বস্তি গেরুয়া শিবিরে

করোনা মহামারীর মধ্যেও বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ বিজেপি নেতা কর্মীদের, অস্বস্তি গেরুয়া শিবিরে

গোটা পৃথিবীতে ছড়িয়েছে করোনা আতঙ্ক। ভারত তথা পশ্চমবঙ্গেও থাবা বসিয়েছে এই মরণ ভাইরাস। আর সেই নিয়েই চলছে প্রবল আতঙ্ক। আর তার মধ্যেই বিজেপিকে ভেঙে শক্তবৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস।

জানা যাচ্ছে, বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২৭ জন নেতা-কর্মী। তৃণমূলের বিধায়ক আশিস চক্রবর্তীর হাত ধরে তাঁরা তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে বিধায়ক দলীয় পতাকা তুলে দেন। ড়বেতা বিধানসভা কেন্দ্রের হুমগড় এলাকায় এক তৃণমূল নেতার বাড়িতে এই দলবদল করানো হয় বলে জানা গেছে।

এই যোগদান নিয়ে বিধায়ক আশিস চক্রবর্তী বলেন, আমার বিধানসভার অন্তর্গত পিয়াশাল গ্রাম পঞ্চায়েতের ২১ জন ও সারবোত অঞ্চলের ৬ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন। এই অঞ্চলের আরও অনেক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য মুখিয়ে আছেন, শীঘ্রই তাঁরা যোগদান করবেন। এদিন তৃণমূলে যোগ দিয়েই যোগদানকারীরা অভিযোগ করেন , বিজেপিতে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, তাঁরা মানুষের পাশে নেই। মানুষের পাশে থেকে রাজনীতি করতে চাই আমরা। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই দলবদল নিয়ে বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলা হয়েছে। তাদের বক্তব্য, যারা গেছে তাদের ভয় দেখিয়ে যোগ করে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যখন নিজে বলছেন, এই সময়ে কেউ রাজনীতি করবেন না। তিনি রাজনীতি করতে চান না এই সময়ে, বিরোধীরাও যেন রাজনীতি না করেন। অথচ তাঁর দলই এই মহামারীর সময়ে বিরোধীদের ভাঙিয়ে নেওয়ার খেলায় মেতেছে। এই করোনা পরিস্থিতিতে মানুষের অসহায় অবস্থায় সুযোগ নিয়ে বিধায়ক রাজনীতি করছেন। মানুষকে ভুল বোঝাচ্ছেন।”

এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, “আমাদের দলে বিজেপি ছেড়ে কয়েকজন নেতা-কর্মী যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু এ জন্য আমরা কোনও মিছিল, সভা-সমাবেশ করিনি। কোনও জমায়েতও হয়নি। একজন নেতার বাড়িতে এক একজন করে নেতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়েছে। তাঁরা তৃণমূলের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করতে চেয়েছেন, এখানে রাজনীতি করার কোনও যোগ নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!