এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা আবহেই নতুন পালক মোদীর মুকুটে! আগামীদিনে বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা হতে পারেন!

করোনা আবহেই নতুন পালক মোদীর মুকুটে! আগামীদিনে বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা হতে পারেন!


অন্যান্য দেশে যখন করোনা ভাইরাস একের পর এক মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এর ভয়াবহতা উপলব্ধি করতে পারে ভারতবর্ষ। ভারতবর্ষে এই ভাইরাস প্রবেশের সাথে সাথেই তাকে বধ করবার জন্য লকডাউনের ঘোষণা করে দেয় কেন্দ্রীয় সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে লকডাউনের কথা বলে সকলকে সামাজিক দূরত্ব পালন করার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে ভারতবর্ষের চতুর্থ দফা লকডাউন শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য দেশগুলোতে এই করোনা ভাইরাস মৃত্যু-মিছিল চালিয়ে গেলেও, 130 কোটির দেশ ভারতবর্ষে জনসংখ্যার নিরিখে এখনও এই ভাইরাস অতটা ক্ষতি করতে পারেনি। যার প্রধান কারণ সরকারের সক্রিয়তা। করোনাকে আটকানোর জন্য সামাজিক দূরত্ব পালনের যে বার্তা প্রথম থেকে দিতে দেখা গেছে কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদিকে, তার ফলেই এই ভাইরাস থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এমত পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হল আমেরিকার প্রথম সারির সংবাদপত্র নিউইয়র্ক টাইমস।

সূত্রের খবর, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, বিশ্বজুড়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির তুলনা করা হয়েছে সেই পত্রিকায়। যেখানে প্রধান বিষয় হিসেবে গুরুত্ব পেয়েছে করোনা ভাইরাস। যেভাবে করোনা ভাইরাসকে আটকাতে নরেন্দ্র মোদী এবং তার সরকার সক্রিয় ভূমিকা পালন করেছেন, তার ফলে তার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে বলে দাবি করছে এই প্রতিবেদন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, প্রতিবেদনে বলা হয়েছে, শুধু একজন শাসক নয়, দক্ষ প্রশাসক হচ্ছেন নরেন্দ্র মোদি। আর সেই কারণেই প্রধানমন্ত্রী মোদির যাবতীয় নির্দেশিকা দেশবাসী মেনে চলছেন। করোনা ভাইরাস আটকাতে ভারতের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি এবং 22 মার্চ জনতা কারফিউ ঘোষণা করেন। যা দেশবাসী শুধু মেনেছিলেন তাই নয়, আপাদমস্তক সফল করেছিলেন। এদিকে কারফিউ পালনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ছাদে দাঁড়িয়ে হাততালি দেওয়া থেকে শুরু করে, মোমবাতি জালানো সমস্ত বার্তাই ভারতবর্ষ মানুষ পালন করেছেন বলেও নরেন্দ্র মোদিকে সাফল্যের চূড়ান্ত শিখরে তুলে ধরে এই পত্রিকা। কিন্তু হঠাৎ করেই কেন নরেন্দ্র মোদির এই জনপ্রিয়তা বৃদ্ধি পেল?

পত্রিকায় বলা হচ্ছে, নরেন্দ্র মোদী কখনই এই ভাইরাসের সংক্রমণকে ছোট করে দেখেননি। বরঞ্চ রাজ্য সরকারগুলোর সঙ্গে হাতে হাত মিলিয়ে এই ভাইরাসকে আটকাতে প্রতিমুহূর্তে কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। আর তাই তার এই সদর্থক পদক্ষেফের জন্যই 130 কোটির দেশ ভারতবর্ষে করোনা ভাইরাসকে অনেকটাই আটকানো গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার জনপ্রিয় পত্রিকা নরেন্দ্র মোদির প্রশংসা করায় ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেকটাই চাপে পড়ল। কেননা করোনা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে ইতিমধ্যেই কেন্দ্রের বিজেপি সরকার ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো‌। তবে বিদেশী পত্রিকায় যেভাবে নরেন্দ্র মোদির উদ্যোগ ও ভাইরাস মোকাবিলায় পদক্ষেপের প্রশংসা করা হল, তাতে দেশের বিরোধী দলগুলো চাপে পড়ে গেল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। পাশাপাশি এই ঘটনায় বিজেপি উজ্জীবিত হল বলেও মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!